ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

পঞ্চাশেও মিলিন্দের বাজিমাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ২ জুলাই ২০২২

সময় অনেক গড়িয়েছে। কিন্তু পরিবর্তন নেই। বলতে গেলে আরও আকর্ষণীয় হয়ে উঠেছেন তিনি। উচ্চতা ছয় ফুট, কাঁচা-পাকা দাড়ি, সঠাম চেহারা। যাকে দেখে দুর্বল বহু নারী। দেখতে দেখতে বয়স ৫০ পেরিয়েছে, তবে দেখে বোঝার উপায় নেই মিলিন্দ সোমানকে। তাই ২৫ বছর পরে মিউজিক ভিডিও-তে এসেই করলেন বাজিমাত।

এক পাশে আস্থা গিল, অন্য পাশে আকাসা তার মাঝে স্বমহিমায় বসে মিলিন্দ। এই বছরের অন্যতম ‘পার্টি সং’ নিয়ে হাজির হলেন এই মডেল-অভিনেতা। ভিডিওর নাম ‘শৃঙ্গার’।

২৫ বছর পর আবারও মিলিন্দকে দেখার উত্তেজনা তো আছেই। সঙ্গে রয়েছে গায়ক বায়ু, আস্থা গিল, আকাসা-কে একসঙ্গে দেখার উত্তেজনাও। ব়্যাপার হিসেবেও দর্শকের বিচারে এক নম্বরে রাফতার। তার র‍্যাপে গলা মিলিয়েছেন এই ত্রয়ী। বায়ু, আস্থা এবং আকাসাকে দর্শকরা একসঙ্গে পেয়েছিলেন ‘নাগিন’ ধারাবাহিকে।

মুম্বাইয়ের এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বায়ু বলেন, “আস্থা আর আকাসার সঙ্গে আগেও কাজ করেছি। খুবই ভাল বোঝাপড়া আমাদের। রাফতারের গান নিয়ে তো কোনও কথাই ওঠে না! তবে আমাদের ভিডিও-তে মিলিন্দ সোমানের উপস্থিতি কেকের উপরে অনেকটা চেরিফলের মতো।”
সূত্র: আনন্দবাজার অনলাইন
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি