ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর বাবা মারা গেছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৫, ৮ জুলাই ২০২২ | আপডেট: ১২:০২, ৯ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর বাবা মারা গেছেন। শুক্রবার (০৮ জুলাই) সকাল ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আরেক নির্মাতা মোস্তফা কামাল রাজ।

তিনি বলেন, “বসের বাবা শুক্রবার সকাল ১১টার দিকে ইন্তেকাল করেছেন। বার্ধক্যজণিত কারণেই মৃত্যু। সবাই তার জন্য দোয়া করবেন। একটি শুভ দিনে মারা গেছেন তিনি।”

আব্দুর রউফ ফারুকী রাজধানীর নাখালপাড়ার বাসিন্দা। 

বাদ জুমা মরহুমের ১ম জানাযা অনুষ্ঠিত হয় নাখালপাড়া নূরানী জামে মসজিদে। বাদ আসর ২য় জানাযা অনুষ্ঠিত হবে রহিম মেটাল জামে মসজিদে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি