ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বাংলাদেশের মিউজিক ভিডিওতে ‘কাঁটা লাগা’র শেফালি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১১, ১২ জুলাই ২০২২

বাংলাদেশের একটি মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন ভারতের ‘কাঁটা লাগা’ অভিনেত্রী শেফালি জরিওয়ালা। 

তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে ‘পিরিতির কারবার’ শিরোনামের গানটির কণ্ঠশিল্পী নাদিয়া ডোরা। এ গানের মধ্য দিয়ে এই প্রথম মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন সময়ের ব্যতিক্রমী কণ্ঠস্বর নাদিয়া ডোরা। 

সম্প্রতি প্রকাশিত মিউজিক ভিডিওটির টিজারে চমক হয়ে এসেছেন ‘কাঁটা লাগা’খ্যাত শেফালি জরিওয়ালা।

ফারজানা মুন্নীর প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটি নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ।

আগামী ১৪ জুলাই টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মুক্তি পেতে যাচ্ছে গানটি।

এএইচএস


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি