ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

অবশেষে মুখ খুললেন সুস্মিতা সেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৬, ১৫ জুলাই ২০২২

সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন-এর সঙ্গে সম্পর্ক নিয়ে ললিত মোদী’র টুইটের পর ব্যাপক আলোচনা চলছে। অবশেষে এই সম্পর্ক নিয়ে মুখ খুললেন সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন। 

ঠিক কী বলেছেন সুস্মিতা?

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় দুই মেয়ের সঙ্গে সেলফি তুলে পোস্ট করে সুস্মিতা। তার নিচে কোনও কিছু প্রসঙ্গ না উল্লেখ করে লেখেন, ‘আমি যেখানে আছি সুখে আছি। বিবাহিত নই, এখানে কোনও আংটির বিষয়ও নেই। শুধুই নিঃশর্ত ভালোবাসায় ঘেরা।’ 

ললিত প্রসঙ্গ না টানলেও তিনি যে সে বিষয়টি নিয়েই কথা বলেছেন তা স্পষ্ট। কারণ, সুস্মিতা লেখেন, ‘আমার মনে হয়ে এই মুহূর্তে এই ব্যাখ্যাটাই যথেষ্ঠ। এবার আমি নিজের জীবন ও কাজে ফিরতে চাই।’ 

অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমার সুখ যাঁরা ভাগ করে নেন তাদেরকে ধন্যবাদ...এবং যারা করেন না তাদেরকে না হয় বাদ দিলাম।’

বৃহস্পতিবার হঠাৎই, সুস্মিতার সঙ্গে বেশকিছু ঘনিষ্ঠ ছবি দিয়ে সাবেক আইপিএল চেয়ারম্যান লোলিত মোদী টুইটার হ্যান্ডেলে লেখেন, পরিবারের সঙ্গে গ্লোবাল ট্যুর এবং মলদ্বীপ ঘুরে সবেমাত্র লন্ডনে ফিরেছি। সুস্মিতা, আমার অর্ধাঙ্গিনী। অবশেষে নতুন জীবনের শুরু। 

এখবরে যখন হইচই পড়ে গিয়েছে, তখন বিষয়টি খোলসা করেন ললিত মোদী নিজেই। জানান, তারা বিয়ে করেননি, শুধু ডেটিং করছেন। তবে বিয়েও একদিন হবে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি