ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টাকার জন্য যাইনি, নিজে হিরে কেনার ক্ষমতা রাখি: সুস্মিতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪, ১৮ জুলাই ২০২২ | আপডেট: ১০:৪০, ১৮ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সাবেক আইপিএল কর্তা ললিত মোদী ও সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। এ ঘটনায় তোলপাড় চলছে। হাসির ফোয়ারা দিকে দিকে। কার্যকারণ খুঁজছেন অনেকেই। 

চেহারা থেকে বয়স, সব কিছুর ফারাক নিয়ে যুগলে এত ঠাট্টা শুনেছেন যে, রোববার সকালেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ললিত। এর পর বিকেলের মধ্যেই সক্রিয় হলেন সুস্মিতাও।

অভিনেত্রী জানান, চারপাশে মানুষের চিন্তার দৈন্য দেখে তিনি হতাশ। তার স্পষ্ট ব্যাখ্যা, ‘আমি সোনার লোভে ললিতের কাছে যাইনি। তা ছাড়া আমার তো হিরে ভাল লাগে। আর সেটা এখনও নিজেরই কেনার ক্ষমতা রয়েছে।’

সুস্মিতা আর ললিত একসঙ্গে পথচলার কথা ঘোষণা করেছেন ১৪ জুলাই। সেই থেকে ক্রমাগত ছুটে আসছে বিদ্রুপের তির। অনেকেরই প্রশ্ন, সুস্মিতার মতো এক জন রূপসী, স্বাধীনচেতা, স্বাবলম্বী অভিনেত্রী কেন আকৃষ্ট হবেন এক জন দুর্নীতিগ্রস্ত, ‘অসুন্দর’ মানুষের প্রতি? 

সম্পর্কের নেপথ্য কারণ খুঁজতে ইতিমধ্যে বহু মানুষ তাকে অর্থলোভী বলেছেন। যার স্পষ্ট জবাব দিলেন পর্দার ‘আর্যা’।

অনুরাগীদের উদ্দেশে সুস্মিতার বক্তব্য, ‘আরে, তোমাদের সুস্মিতা ভাল আছে। দুশ্চিন্তার কোনও কারণ নেই। কাণ্ডজ্ঞান লোপ পায়নি আমার। আমি যা করছি, নিজের বোধবুদ্ধি দিয়েই। তবে আমায় এতটা ভালবাসার জন্য ধন্যবাদ। সকলে ভাল থাকবেন।’ 

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি