ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

সাই পল্লবীকে নিয়ে রাজের বলিউড যাত্রা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪২, ১৯ জুলাই ২০২২

বেশ অনেকদিন ধরেই শোনা যাচ্ছে যে, এবার বলিউডে পাড়ি দিতে চলেছেন পরিচালক রাজ চক্রবর্তী। সেই গুঞ্জনই শোনা যাচ্ছিল ইন্ডাস্ট্রির আনাচে কানাচে। এবার সেই গুঞ্জন অনেকটাই উসকে দিলেন রাজ নিজেই। 

সপরিবারে আমেরিকায় ছুটি কাটাচ্ছিলেন পরিচালক। সেখান থেকেই পোস্ট করেছিলেন ভিডিও, যেখানে এক ব্যক্তি তাকে বলিউডের অভিনেতা বলে সম্বোধন করেন। সেই ভিডিও পোস্ট করেছিলেন রাজ নিজেই। যদিও সেটা ছিল নিছক মজা তবে জল্পনা ছিল যে, বলিউডে পা রাখছেন রাজ। তবে সিনেমা নয়, রাজ তৈরি করছেন একটি ওয়েব সিরিজ। যদি এই খবর সত্যি হয় তাহলে এটিই হলে চলেছে রাজের প্রথম ওয়েব সিরিজ। 

শোনা যাচ্ছে, হিন্দি ভাষায় তৈরি হবে এই ওয়েবসিরিজ। মুখ্য চরিত্রে থাকছেন জনপ্রিয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সাই পল্লবী। ডিজনি হটস্টারে সম্প্রচারিত হবে এই ওয়েবসিরিজ। 

আগামী বছরের শুরুতেই শুট করবেন তিনি। কিন্তু এই গুঞ্জন কতটা সত্যি সে সম্পর্কে রাজ বলেন, ‘সময় আসলে ঠিক জানাব। আমি হ্যাঁ-ও বলব না আবার না-ও বলব না।’ জল্পনার সত্যতা অস্বীকার করেননি রাজ, তবে এই বিষয়ে খোলাখুলি কথাও বলতে চাননি পরিচালক।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি