ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বাবা হারালেন কণ্ঠশিল্পী তপু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৮, ২২ জুলাই ২০২২

বাবা হারালেন কণ্ঠশিল্পী রাশেদ উদ্দিন তপু। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার ভোর ৪টায় তার বাবার মৃত্যু হয়। 

বিষয়টি গণমাধ্যমকে গায়ক নিজেই নিশ্চিত করেছেন।

তপু বলেন, “হঠাৎ করেই ভোর রাতে বাবার শারীরিক অবস্থা খারাপ হয়। ক্রমেই অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান।”

তপু জানান, বারিধারা ডিওএইচএস বাবার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গ্রামের বাড়ি ভোলায় দ্বিতীয় জানাজা শেষে সেখানেই মাটি দেওয়া হবে। 

সবার কাছে বাবার জন্য দোয়া চান তিনি।

তপু দেশের একজন জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার, গিটার বাদক, কী-বোর্ড বাদক, সঙ্গীত পরিচালক। তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলায়। তপু তার প্রাথমিক শিক্ষা শেষ করেন বরিশাল ক্যাডেট কলেজ থেকে। তিনি ১৯৯৮ সালে বরিশাল ক্যাডেট কলেজ থেকে যশোর বোর্ড থেকে বিজ্ঞান বিভাগ থেকে ১৩ তম স্থান অধিকারী হয়েছিলেন। তখন তার বাবা খুশি হয়ে তপুর কি পছন্দ সেটা জানতে চান। আর তাতে তপু তার বাবাকে একটা গিটার কিনে দিতে বলেন। বাবা তার কথা মত তাকে একটা অ্যাকুস্টিক গিটার কিনে দেন। এরপর তা নিয়ে সারাক্ষণ গান চর্চা করতে থাকলো তপু।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি