ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

নগ্ন ফটোশুটে রণবীর সিং, মিশ্র প্রতিক্রিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪০, ২২ জুলাই ২০২২ | আপডেট: ১৪:৪১, ২২ জুলাই ২০২২

বিচিত্র ধরণের পোশাক ও চরিত্রে পর্দায় এর আগে পাওয়া গেছে বলিউড অভিনেতা রণবীর সিং কে। এ নিয়ে বহুবার আলোচনায় এসেন তিনি। তবে এবার নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হলেন এই অভিনেতা। আর তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সম্প্রতি রণবীর সিং ‘পেপার ম্যাগাজিন’-এর জন্য ফটোশুটে অংশ নিয়ে ছিলেন। সেখানে তাকে সম্পূর্ণ নগ্নভাবে দেখা গেছে। যদিও এ নিয়ে অভিনেতার কোনো সংকোচ নেই। 

তার ভাষ্য, “শারীরিকভাবে নগ্ন হয়ে যাওয়াটা আমার কাছে খুব সহজ। আমি হাজার হাজার মানুষের সামনে নগ্ন হতে পারি। আমার কিছু যায় আসে না। তবে বাকিরা অস্বস্তিতে পড়বেন।”

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছবি নিয়ে রীতিমতো চলছে সমালোচনা। ভাইরাল হওয়া নগ্ন ছবির একটিতে তাকে আধাশোয়া অবস্থায় দেখা গেছে। অন্যটিতে উপুর হয়ে আছেন তিনি।

অনেকেই ধারণা করছেন, বিখ্যাত মার্কিন অভিনেতা বার্ট রেনল্ডসকে শ্রদ্ধা জানিয়ে আধবসা হওয়ার পোজটি দিয়েছেন এই অভিনেতা।

সিনেমায় অভিনয়ের দিক থেকে গত মে মাসে মুক্তি পেয়েছে রণবীর সিংয়ের ‘জয়েসভাই জোরদার’। বক্স অফিসে খুব বেশি সুবিধা করতে পারেনি সিনেমাটি। এছাড়া ‘সার্কাস’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় দেখা যাবে তাকে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি