হাসপাতালে নাট্যব্যক্তিত্ব ম হামিদ, হবে বাইপাস সার্জারি
প্রকাশিত : ০৮:৪৫, ২৩ জুলাই ২০২২
নাট্যব্যক্তিত্ব ম হামিদ শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মেয়ে অভিনেত্রী তনিমা হামিদ গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
তনিমা বলেন, “বাবা গত কয়েক দিন ধরে বুকে চাপ এবং মাঝে মাঝে ব্যথা অনুভব করছিলেন। বর্তমানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন। শনিবার সকালে বাইপাস সার্জারি হবে। সবাই দোয়া করবেন।”
এর আগে গত ডিসেম্বরের শেষ সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ম হামিদ।
কর্মজীবনে হামিদ ১৯৮০ সাল থেকে ২০০৬ সালে অবসর গ্রহণের আগ পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনে কাজ করেছিলেন। তিনি জাতীয় গণসংযোগ ইনস্টিটিউট এর পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালে তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (এফডিসি) ম্যানেজিং ডিরেক্টর হিসাবে যোগ দিয়েছিলেন এবং ২০১২ সালে এই পদ ছাড়ার আগে পর্যন্ত মহাপরিচালক দায়িত্ব পালন করেন।
তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের (বিজিটিএফ) চেয়ারম্যান ও সভাপতি ছিলেন। এছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের (এসএসজে) একজন নির্বাহী সদস্য ছিলেন।
ব্যক্তিগত জীবনে ম হামিদ ১৯৭৮ সালের ২৪ ডিসেম্বর থেকে টেলিভিশন এবং মঞ্চ অভিনেত্রী ফাল্গুনী হামিদ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একটি কন্যা রয়েছে যার নাম তনিমা হামিদ।
এসএ/