ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

লাল রঙের ঢাকাই শাড়িতে উষ্ণতা ছড়ালেন ওটিলিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৫, ২৫ জুলাই ২০২২

রোমানিয়ান পপ সংগীতশিল্পী ওটিলিয়া ব্রুমা।

রোমানিয়ান পপ সংগীতশিল্পী ওটিলিয়া ব্রুমা।

এসেছিলেন বাংলাদেশের মঞ্চ মাতাতে রোমানিয়ান পপ সংগীতশিল্পী ওটিলিয়া ব্রুমা। তবে তার বাংলাদেশে প্রথম সফরে মঞ্চে মাতানোর পাশাপাশি লাল রঙের ঢাকাই শাড়ি পড়ে আলোড়ন সৃষ্টিও করেছেন তিনি।  

শনিবার (২৩ জুলাই) রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক নম্বর হলে বসেছিল ‘ওটিলিয়া লাইভ ইন ঢাকা নোকিয়া জি ২১’ শিরোনামের কনসার্ট। 

সেখানে নিজের জনপ্রিয় সব গান গেয়ে প্রায় ঘণ্টা খানেক সময় উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন ‘বিলিয়নেরা’খ্যাত সংগীতশিল্পী। ‘বিলিয়নেরা’ গানের জন্য বিশ্বজুড়ে পরিচিত। ইউটিউবে এই গানটির ভিউ ৫৬০ মিলিয়নের বেশি।

গান গেয়ে বাংলাদেশের দর্শকদের মাতানোর পর রোববার (২৪ জুলাই) বাংলাদেশের শাড়িতে মজেছেন ওটিলিয়া। নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাল শাড়ি পরা ছবি পোস্ট দিয়েছেন এই শিল্পী। ছবির ক্যাপশনে লিখেছেন, বাংলাদেশের ট্রেডিশনাল পোশাকে।

যা দ্রুত ইন্টারনেট দুনিয়ায় ঝড় তোলে। ফেসবুকে মাত্র ১ ঘণ্টায় ওটিলিয়ার শাড়ি পরা ছবিতে ৯২ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। মন্তব্যের সংখ্যা ছাড়িয়েছে ১১ হাজার। মন্তব্য ও রিঅ্যাকশনে বাঙালিদের সংখ্যাই বেশি। বোঝাই যাচ্ছে, ঢাকাই শাড়িতে ওটিলিয়ার রূপে মুগ্ধ বাঙালিরা।

উন্নত বিশ্বের গায়িকা হিসেবে ওটিলিয়াকে বরাবরই খোলামেলা রূপে দেখা যায়। গানের দৃশ্যে হোক কিংবা সোশ্যাল মিডিয়ায়, সবখানেই স্বল্প পোশাকে দেখা দেন তিনি। তবে সেই ওটিলিয়াকে এবার শাড়িতে দেখে অবাক ভক্তরা। তাই হাজারো মন্তব্যে গায়িকার প্রতি ভালোলাগা প্রকাশ করেছেন নেটিজেনরা।

আরএমএ/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি