ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ পেলেন ফেরদৌসী রহমান ও সৈয়দ আব্দুল হাদী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৯, ২৭ জুলাই ২০২২ | আপডেট: ২২:০৫, ২৭ জুলাই ২০২২

সংগীত শিল্পী ফেরদৌসী রহমান এবং সৈয়দ আব্দুল হাদী ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরষ্কার’ পেয়েছেন।

বুধবার (২৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগীত শিল্পী ফেরদৌসী রহমান এবং সৈয়দ আব্দুল হাদীর হাতে পদক ও পুরস্কার তুলে দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যন্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ট্রাস্ট ফান্ডের দাতা এম আনিস উদ দৌলা। 

উপাচার্য বলেন, শিল্পী ফিরোজা বেগম বাংলা সংগীতকে বিশ্ব দরবারে সমৃদ্ধরূপে উপস্থাপন করেছেন। শ্রম, নিষ্ঠা ও সাধনার মাধ্যমে তিনি নজরুল সংগীতকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন। তার গুণাবলী ও মূল্যবোধ ধারণ করে সুন্দর সমাজ বিনির্মাণে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শিল্পী ফিরোজা বেগম ১৯৩০ সালের ২৮ জুলাই ফরিদপুরে জন্মগ্রহণ করেন এবং ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি