ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যে কারণে টাইগার-দিশা’র বিচ্ছেদ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৭, ৩০ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

বলিউডে সম্প্রতি বেশ আলোচিত বিষয়ে হচ্ছে- জনপ্রিয় দুই তারকা টাইগার শ্রফ এবং দিশা পটানির ছয় বছরের সম্পর্কে বিচ্ছেদ। এ নিয়ে এখনও চলছে জল্পনা-কল্পনা। তবে এবার বেরিয়ে এলো আসল সত্য।

হঠাৎ কেন তারা এমন সিদ্ধান্ত নিলেন?- এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছিলো অনুরগীদের মনে। এবার তা প্রকাশ্যে এলো।

গণমাধ্যম সূত্রে জানা যায়, অনেকদিন ধরেই একত্রে থাকতেন টাইগার-দিশা। এমনকি জ্যাকি-পুত্রকে বিয়েও করতে চেয়েছিলেন অভিনেত্রী। কিন্তু বিয়ের প্রসঙ্গে সব সময়ই এড়িয়ে গেছেন টাইগার।

শোনা যাচ্ছে, প্রেম করতে টাইগারের কোনও অসুবিধা ছিল না, কিন্তু বিয়ের নাম শুনলেই তার গায়ে জ্বর চলে আসে! প্রত্যেকবারই তাই দিশার বিয়ের প্রস্তাব নাকচ করে দেন অভিনেতা। আর তা নিয়েই এমন দূরত্ব। তবে অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের দাবি, খুব তাড়াতাড়ি ভুল বোঝাবুঝি মিটে গিয়ে ফের এক হয়ে যাবেন টাইগার-দিশা।

যদিও নিজেদের সম্পর্কের কথা কখনও তারা প্রকাশ্যে স্বীকার করেননি। তবে কখনও ‘না’ও বলেননি। এদিকে দিশা তার আগামী সিনেমা নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন। আর টাইগার সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে।
সূত্র: আনন্দবাজার অনলাইন
আরএমএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি