ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘দেবদাস’ হচ্ছেন নাগা চৈতন্য? ‘পারু’ কে হবেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৩, ৩ আগস্ট ২০২২ | আপডেট: ১৭:৩৬, ৩ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর কাজে মন দিয়েছেন নাগা চৈতন্য। দক্ষিণে-পশ্চিমে দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেতা। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তেলুগু ছবি ‘থ্যাঙ্ক ইউ’।

এখন অভিনেতা ব্যস্ত বলিউডে। ‘লাল সিংহ চড্ডা’র প্রচার চলছে জোরকদমে। এই ছবিতে নাগাকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।

এর মাঝেই সঞ্জয় লীলা ভন্সালীর সঙ্গে দেখা করলেন অভিনেতা। নাগাকে পরিচালকের অফিস থেকে বেরোতে দেখে কৌতূহলী তার অনুরাগীরা। পরিচালকের পরের ছবিতে নাগাকে দেখা যাবে বলে গুঞ্জন, কেউ আবার মনে করছেন, সঞ্জয়ের নতুন ‘দেবদাস’ হচ্ছেন অভিনেতা।

এর আগে পরিচালকের দেবদাস ছিলেন বলিউডের ‘কিং-খান’। পার্বতীর ভূমিকায় ছিলেন ঐশ্বর্যা রাই। শাহরুখ-ঐশ্বর্যার রসায়নে এই ছবি ‘মাইলফলক’।

১৯৫৩ সালে তেলুগু ভাষায় চৈতন্যর ঠাকুর্দা অভিনীত ‘দেবাদাসু’ও ব্যাপক সাড়া ফেলেছিল দক্ষিণে। এবার কি নাতির পালা? অনুরাগীদের জল্পনা তুঙ্গে। কেউ বলেছেন, নাগাকে নিয়ে ভন্সালীর ‘দেবদাস’ করা উচিত। কেউ আবার মনে করছেন, তিনি বড় মাপের পরিচালক, তাই নাগার মতো অভিনেতাকে চিনতে ভুল করবেন না। ওঁকে নিয়ে নিশ্চয়ই কোনও ধমাকার কথা ভাবছেন।

কিছু দিনের মধ্যেই চৈতন্য এক দ্বিভাষিক ছবির কাজ শুরু করবেন। সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর এটাই তার প্রথম কাজ।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি