ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভূমধ্যসাগরের নীলে ‘উষ্ণ’ ললিতের সুস্মিতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৮, ৭ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

সার্ডিনিয়া সফরে সুস্মিতা সেন। ভূমধ্যসাগরের নীল জলরাশির মাঝে গিয়ে ভিড়ল সাদা প্রমোদতরী। পায়ে পায়ে নেমে এসে কয়েক মুহূর্ত বিরাম। শরীর টান টান করে পানিতে ঝাঁপিয়ে পড়লেন ব্রহ্মাণ্ডসুন্দরী। 

সাঁতরে দূর করছেন জীবনের ক্লেদ, দুশ্চিন্তা। আঁজলা ভরা শুদ্ধতা, স্বপ্ন নিয়ে ভেসে চললেন। ঘুরে এসে ভিডিওটি শেয়ার করেছিলেন সুস্মিতা। 

ক্যাপশনে লিখেছিলেন, ‘সংযত হয়ে দাঁড়াও, থামো, শ্বাস নাও... চলো! নিজেকে ছেড়ে দেওয়ার মুহূর্তে অনেক কিছু শেখা যায়। যেমন আমায় শিখিয়েছে ভূমধ্যসাগর। জীবনের গভীরতায় আমি এমন করেই ঝাঁপ দিতে চাই। সবাইকে ভালবাসি।’ 

 

সেই ভিডিও’র নীচে ভালবাসা উজাড় করে দিয়েছেন সুস্মিতার নতুন প্রেমিক তথা সাবেক আইপিএল কর্তা ললিত মোদী। লিখেছেন, ‘সার্ডিনিয়ায় তুমি উষ্ণ!' তাতে অনুরাগীরা মন্তব্য করেছেন, 'ভালবাসা এমনই হয়।’

ইতিমধ্যে বিতর্কের ঝড় অনেকটাই থেমেছে। ১৪ জুলাই ললিত-সুস্মিতার সম্পর্ক জানাজানি হতেই তা নিয়ে যে পরিমাণ ঠাট্টা-ইয়ার্কি চলেছে, সেই রেশ এখন অনেকটাই ক্ষীণ। এর কৃতিত্ব যদিও যুগলেরই। 

দু'জনেই প্রকাশ্যে এসে বুঝিয়ে দিয়েছেন, তারা ভেবেচিন্তেই ব্যক্তিগত জীবনযাপন করছেন। নিন্দকদের কটাক্ষ ফিরিয়ে দিতে ভোলেননি ললিত। আর সুস্মিতা? তিনি অনুরাগীদের সংকীর্ণ মনের পরিচয় পেয়ে দুঃখপ্রকাশ করেছিলেন। তার পরই তার বাড়িতে পৌঁছে যায় রাশি রাশি উপহার। ভালবাসার অভিজ্ঞান হিসেবে সেগুলি পাঠান তার অনুরাগীরাই।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি