ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বাবা-মা হলেন রাজ-পরীমনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২১, ১০ আগস্ট ২০২২ | আপডেট: ২১:৫৮, ১০ আগস্ট ২০২২

অবশেষে প্রতীক্ষার অবসান হলো। বাবা-মা হলেন অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনি। ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পরীমনি।

বুধবার (১০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নতুন অতিথি রাজ্য’র আগমন ঘটে। খবরটি দিয়ে পিতা শরিফুল রাজ বলেন, সন্তান ও মা উভয়ে সুস্থ আছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজ আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ বাবা হয়েছি। কত আনন্দ লাগছে এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না। সবাই দোয়া করবেন আমাদের জন্য।’ 

নানা আলোচনার মধ্য দিয়ে গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ ও পরীমনি। এ খবর তারা প্রকাশ্যে আনেন এ বছরের ১০ জানুয়ারি। এ সময় তারা ঘোষণা করেন- তাদের ঘরে সন্তান আসছে।

ছেলে হলে নাম রাখবেন রাজ্য আর কন্যা হলে রানি রাখবেন বলেও জানান।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি