ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শুরুটা ভালো হল না ‘লাল সিং চাড্ডা’র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৯, ১৩ আগস্ট ২০২২

লাল সিং চাড্ডার একটি দৃশ্য

লাল সিং চাড্ডার একটি দৃশ্য

Ekushey Television Ltd.

কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার! শেষটা কি হবে তা এখনই জানা না গেলেও বলিউড পারফেকশনিস্ট খ্যাত আমির খানের নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’র শুরুটা যে ভালো হলো না, সেটা বলেই দেয়া যায়। 

মুক্তির আগেই আলোচনা ও বির্তকের মুখে পড়েছিল আমির খানের নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’। অবশেষে মুক্তির পরও তার কালো ছায়া পড়ল সিনেমার ওপর। মুক্তির দ্বিতীয় দিনে বক্স অফিসের দৌড়ে আরও পিছিয়ে পড়ল মিস্টার পারফেকশনিস্টের এই সিনেমাটি।

শুরুটাই হয়েছিল দুর্বল ভাবেই। আমির খান এবং কারিনা কাপুর খান অভিনীত সিনেমাটি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দর্শক। যাবতীয় হিসেব নিকেশ অন্তত তেমনটাই বলছে।

শুক্রবার (১২ আগস্ট) মুক্তির দ্বিতীয় দিনে ভারতজুড়ে মাত্র ৭ কোটি রুপির ব্যবসা করেছে ‘লাল সিং চাড্ডা’। এর আগে প্রথম দিন করেছিল ১২ কোটি রুপি। অর্থাৎ দু’দিনে সিনেমার কোষাগারে এসেছে মাত্র ১৯ কোটি টাকা। 

বক্সঅফিসের তথ্য অনুযায়ী, ৪০ শতাংশ কমেছে সিনেমার কালেকশন। বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন, আমিরের কোনও সিনেমা এখনও পর্যন্ত এত কম ব্যবসা করেনি।

১৯৯৬ সালে মুক্তি প্রাপ্ত ‘ফরেস্ট গাম্প’-এর পুনর্নির্মাণ ‘লাল সিং চাড্ডা’। সিনেমাতে টম হ্যাঙ্কসের চরিত্রকে নকল করেছেন আমির খান। তার বিপরীতে রয়েছেন কারিনা কাপুর। এই সিনেমার হাত ধরেই বলিউডে পা রেখেছেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য।

শুরু থেকেই এই সিনেমাকে ঘিরে বিতর্কের শেষ ছিল না। আমির এবং কারিনার অতীতের কিছু মন্তব্য নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়। ‘লাল সিং চাড্ডা’কে বয়কট করে দেয়ার ডাক ওঠে। 

জানা গেছে, পাঞ্জাবের জলন্ধরে বন্ধ করে দেয়া হয়েছিল সিনেমার প্রদর্শনী। এক দল বিক্ষোভকারী নাকি প্রেক্ষাগৃহের সামনে একজোট হয়ে প্রতিবাদও জানান।

তাদের দাবি, আমিরের এই সিনেমা আঘাত করেছে তাদের ধর্মীয় অনুভূতিকে। একাধিকবার এমনই নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে ‘লাল সিং চাড্ডা’কে।

যদিও সিনেমার প্রচারে কোনও ত্রুটি রাখেননি আমির-কারিনা। সকলকে প্রেক্ষাগৃহে গিয়ে ‘লাল সিং চাড্ডা’ দেখার অনুরোধ করছেন দুই তারকা। সূত্র- হিন্দুস্তান টাইমস

আরএমএ//এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি