ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘সালমান নারী নির্যাতক, বিকৃতমনা’!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৫, ২০ আগস্ট ২০২২

সালমান খান ও সোমি আলী

সালমান খান ও সোমি আলী

Ekushey Television Ltd.

‘সালমান নারী নির্যাতক, উনি বিকৃতমনা, অসুস্থ, ভগবান ভেবে তাকে পুজো করা বন্ধ হোক’। অতি সম্প্রতি বলিউড ভাইজানের বিরুদ্ধে এমনই তিক্ততা উগরে দিলেন প্রাক্তন প্রমিকা সোমি আলী। 

বলিউডের সদা সিঙ্গেল এলিজিবল সালমান। তার জীবনে নারীদের আনাগোনা নেহায়েত কম হয়নি। তবে এখনও সংসার শুরু করা হয়ে ওঠেনি। তাকে দেখলেই সবারই একটাই প্রশ্ন- কবে বিয়ে করছেন সালমান খান? 

আর এই প্রশ্নের মাঝেই নতুন অভিযোগ তুললেন সালমানের প্রাক্তন সোমি আলী।

এক কালে ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে সম্পর্কে ছিলেন এই সুপার স্টার। শোনা যায়, তখনও অভিনেত্রীর ওপর সালমানের অত্যাচারের জন্যই ভেঙে যায় তাদের সম্পর্ক। 

এবার তেমনই অভিযোগ আনলেন নায়কের আরও এক প্রাক্তন প্রেমিকা। নায়কের প্রথম সিনেমা ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির পোস্টার অনুরাগীদের মধ্যে ভাগ করে নিয়ে সোমি লেখেন, ‘আপনারা ওকে পুজো করা বন্ধ করুন। ও অসুস্থ। অন্যকে দুঃখ দিয়ে আনন্দ পায়। শুধু আমাকে নয়, এমন বহু নারীর ওপর অত্যাচার করেছে সালমান’।

সোমির সঙ্গে একটি সিনেমায় অভিনয়ের কথা ছিল সালমানের। কিন্তু মাঝপথেই আটকে যায় সেই সিনেমাটি। সেই সময় সালমানের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন সোমি। 

তবে অভিনেত্রীর এই অভিযোগের বিরুদ্ধে এখনও মুখ খোলেননি সালমান খান বা তার তরফের কেউই।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি