ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আয়ুষ্মানকে দেখে নদীতে ঝাঁপ দিলেন নারী!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪, ২৯ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

শুনতে কিছুটা অবাক লাগলেও ঘটনাটি সত্যি। বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানাকে নদীর মাঝে নৌকায় দেখে নদীতে ঝাঁপ দেওয়ার কথা জানান এক নারী। কিন্তু কেনো?

প্রিয় নায়ককে সামনে থেকে দেখার অনুভূতি আলাদাই। নদীতে দুই নৌকা মিলিয়ে এক দঙ্গল মহিলা যাত্রী। হঠাৎ সামনে পেলেন আয়ুষ্মান খুরানাকে। তিনি ছিলেন এক লঞ্চে। তাকে দেখে আনন্দে বিহ্বল হয়ে দূর থেকে চিৎকার শুরু করলেন মহিলারা। আয়ুষ্মানের ভক্ত তারা। 

তাদেরই এক জন চাইলেন নদীতে ঝাঁপ দিয়ে আয়ুষ্মানের কাছাকাছি এসে পড়তে। আর ও দিকে আয়ুষ্মান বিপুল মজা পেয়ে তাদের সঙ্গে কথোপথন চালাতে থাকেন।

সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন অভিনেতার সহকারী। তার পর আয়ুষ্মান নিজেই শেয়ার করে দিয়েছেন সেই ভিডিও।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক ভক্ত আয়ুষ্মানকে সাঁতার দিয়ে নদী পার হয়ে তাদের কাছে আসতে বলছেন। উত্তরে আয়ুষ্মান জানান, তিনি তা করতে পারবেন না।

ভক্ত সেই কথা শুনে আরও জোর দিয়ে বলেন, “তা হলে আমিই ঝাঁপ দিচ্ছি। সাঁতার দিয়ে তোমার কাছে যাচ্ছি।”

এরপর আয়ুষ্মানকে বলতে শোনা যায়, “আমি সাঁতার কাটতে পারি না। এটা আমার পক্ষে অসম্ভব হবে।” 

সেই মুহূর্ত পরে নেটমাধ্যমে পোস্ট করে আয়ুষ্মান লেখেন, এমন ঘটনা আমার টাইমলাইনে থাকা উচিত। বড়ই মধুর।

প্রসঙ্গত, আগামী দিনে অনুভূতি কাশ্যপের মেডিক্যাল ড্রামা ‘ডক্টর জি’-তে দেখা যাবে এই অভিনেতাকে। আনন্দ এল রাইয়ের ‘অ্যান অ্যাকশন হিরো’ সিনেমাতেও দেখা যাবে আয়ুষ্মানকে। সূত্র: আনন্দবাজার

আরএমএ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি