ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভাইরাল আর এক ঐশ্বর্য! কে তিনি?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০১, ২ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

কখনও শাহরুখ খান, কখনও সালমান খান, হুবহু বলিউড অভিনেতাদের মতো দেখতে মানুষরা বহু সময় ভাইরাল হয়েছেন। তবে ঐশ্বর্যা রাই বচ্চনেরও যে অন্য সংস্করণ সম্ভব তা কে জানত! 

সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছেন সেই ঐশ্বর্যা! যার চুল, চোখের চাহনি, ঠোঁটের গড়ন থেকে শুরু করে সবটাই প্রায় বচ্চন-বধূর মতো। চোখের তারার রংও কৃত্রিম লেন্স পরে ঐশ্বর্যার মতো করে ফেলেছেন সেই নারী। নাম, আশিতা রাঠৌর।

তার বিভিন্ন ছবি, রিল এবং ভিডিও ঘুরিয়ে ফিরিয়ে দেখে হতবাক ঐশ্বর্যা-ভক্তরা। ভাবছেন এত মিল কী ভাবে সম্ভব! এমনকি এই প্রশ্নও পেয়েছেন আশিতা, যেখানে মন্তব্য করেছেন কেউ ‘এ বার যদি সালমান খান আপনাকে প্রস্তাব দেন? কী করবেন?’ 

দেখা যায়, ঐশ্বর্যা অভিনীত ছবি থেকে নাচ-গান, সংলাপ সবই নকল করছেন আশিতা। তার মধ্যে জ্যান্ত হয়ে উঠছেন তরুণী তন্বী ঐশ্বর্যা। যদিও আশিতার হঠাৎ ভাইরাল হয়ে ওঠা নিয়ে কোনও মন্তব্য করেননি ঐশ্বর্যা।

মণি রত্নমের ‘পোন্নিয়ান সেলভান-১’-এ খুব শীঘ্রই রাজকুমারী নন্দিনীর চরিত্রে দেখা যাবে ঐশ্বর্যাকে। আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে সেই ছবি। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, স্বামী অভিষেকের সঙ্গে ছবি করার ইচ্ছে রয়েছে তার। কিন্তু উপযুক্ত চিত্রনাট্যের অভাবে তা সম্ভব হচ্ছে না। সূত্র: আনন্দবাজার

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি