ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

মারা গেছেন অভিনেতা মিলনের স্ত্রী পলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩২, ৫ সেপ্টেম্বর ২০২২

নন্দিত অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ মারা গেছেন। রোববার (৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১১টা ৫৭ মিনিটে বেকার্সফিল্ড কার্ন মেডিকেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কয়েক বছর ধরেই পলি ক্যানসারে ভুগছিলেন।

খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।

সোশ্যাল মিডিয়ায় মিলন লেখেন, ‘আমার স্ত্রী পলি আহমেদ আজ সকালে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

মিলনের স্ত্রীর মৃত্যুতে অভিনেতা ও অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান শোক প্রকাশ করে বলেন, “আমাদের সবার প্রিয় অভিনেতা, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সহ-সভাপতি আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ না ফেরার দেশে চলে গেলেন। তার আত্মার শান্তি কামনা করছি।”

মডেল-অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি খুবই দুঃখিত মিলন। আল্লাহ তাকে (পলি) জান্নাত নসিব করুন।’
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি