ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও রেস্টুরেন্ট ব্যবসায় সিদ্দিকুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৩, ৯ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ২০:১৯, ৯ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বিভিন্ন সময় আলোচনায় থাকেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। সম্প্রতি তিনি ও তার বন্ধু ফারুক মিলে রাজধানীর বনানীতে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) কেক কাঁটার মধ্যে দিয়ে 'লংকা' রেস্টুরেন্টের ওপেনিং করেন। 

এসময় ওপেনিং ফিতা কাটেন চিত্র নায়িকা অঞ্জনা, জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ, প্রযোজক মোঃ ইকবাল, নৃত্য পরিচালক ইউসুফ খান, অভিনেতা অনুভব সহ আরো অনেকে।  

এ বিষয়ে সিদ্দিকুর বলেন, ‘ব্যবসা করায় মন দিয়েছি অনেক আগেই। সেই ধারাবাহিকতায় আবারও রেস্টুরেন্ট চালু করলাম। 

বনানী ১০ নং রোডের ডি ব্লকের ৬৬নং বাসার ৩ তলায় রেস্টুরেন্টটি চালু করা হয়েছে। এখানে দেশি ও বিদেশি নানা ধরনের ১০০ উপরের আইটেমের খাবার থাকবে। রুফটপে আড্ডা দেওয়ার সুযোগও থাকছে। 

অভিনেতা সিদ্দিকুর বলেন, আমি বর্তমানে কাজ নিয়েই ব্যস্ত। শুটিংয়ের ফাঁকে রেস্টুরেন্টের কাজ দেখভাল করতেও হচ্ছে এখন। আমার রেস্টুরেন্টের নাম রাখা হয়েছে ‘লংকা’। খাবারের মানের ব্যাপারে বিন্দুমাত্র আপস করতে চাই না। সবাইকে বলবো যারা ভোজন বিলাসী তারা একবার হলেও এসে আমাদের খাবার টেস্ট করে যাবেন। আমার বিশ্বাস কেউ ঠকবেন না।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি