ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সালমানকে খুনের ছক তৈরি ছিল মুসেওয়ালার হত্যাকারীদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৩, ১২ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

সালমান খানকে খুন করতে মুম্বাইয়ে রেইকি বা ছক তৈরি করেছিল মুসেওয়ালা হত্য়ার অন্যতম অভিযুক্ত! সিধু মুসেওয়ালে খুনের অন্যতম অভিযুক্ত একই ধাঁচে সালমানকে হত্যা করবার পরিকল্পনা করেছিলো।

রোববার (১১ সেপ্টেম্বর) এমনটাই জানিয়েছেন পঞ্জাব পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক। গত ২৯শে মে পঞ্জবি গায়ক সিধু মুসেওয়ালাকে একে-৪৭ থেকে ৩০ রাউন্ড গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়। সেই নৃশংস হত্যাকাণ্ডের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি ভারত। এর মাঝেই চাঞ্চল্যকর তথ্য সামনে এল।

শনিবার (১০ সেপ্টেম্বর) নেপাল পুলিশের হাতে গ্রেফতার হয় মুসেওয়ালা হত্যার অন্যতম অভিযুক্ত দীপক মুন্ডি এবং তার দুই সাগরেদ কপিল পণ্ডিত এবং রাজিন্দর। পশ্চিমবঙ্গ-নেপাল বর্ডার থেকে গ্রেফতার হন এই তিনজন। এরপর পঞ্জাব পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তদের, মানসার আদালত সাত দিনের পুলিশ কাস্টডি মঞ্জুর করেছে গ্রেফতার তিনজনের।

পুলিশ জানিয়েছে, সালমান খানকে হত্যার ছক তৈরি করতে মুম্বাই হাজির হয়েছিল গ্রেফতার হওয়া কপিল পণ্ডিত। সবটাই ঘটেছে লরেন্স বিষ্ণোইয়ের নির্দেশে। 

মুসেওয়ালা হত্যায় অভিযুক্ত অন্যদেরও জেরা করা হবে সালমান খানের হত্যার প্ল্যানিং-এর ব্যাপারে বিস্তারিত তথ্য পেতে বলে জানিয়েছেন পঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব।

গত জুন মাসে সলমন খান ও তার পিতা সেলিম খানকে প্রাণে মারার হুমকি চিঠি দেওয়া হয়েছিল। প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন সেলিম খান। সেই সময়ই গেইটি গ্যালাক্সি (সালমানের আবাসন)-এর কাছের এক পার্কের বেঞ্চে পড়েছিল সেই বেনামি চিঠিখানা। যা খুঁজে পায় সালমান খানের বাড়ির নিরাপত্তারক্ষীরা। তারপর সেটি তুলে দেওয়া হয় মুম্বাই পুলিশের হাতে।
 
সেই চিঠিতে সালমানের উদ্দেশে লেখা ছিল, তোমার পরিণতিও হবে মুসেওয়ালার মতোই।
সূত্র: হিন্দুস্তান টাইমস
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি