ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

৭৪তম এমি অ্যাওয়ার্ডে সেরা যারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৮, ১৩ সেপ্টেম্বর ২০২২

লস অ্যাঞ্জেলসের মাইক্রোসফট থিয়েটারে (সোমবার) বসেছিল ৭৪তম এমি অ্যাওয়ার্ডের আসর। করোনা মহামারির কারণে গত কয়েক বছর জমকালো আয়োজন না থাকলেও এবারের আয়োজন ছিলো বেশ জাকালো। তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।  

এবারের আসরে সর্বোচ্চ ২৫টি মনোনয়ন জেতা ‘সাকসেশন’ সেরা ড্রামা নির্বাচিত হয়েছে। ম্যাথিউ ম্যাকফ্যাডিয়ান পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার। লিমিটেড সিরিজ শাখায় সেরা হয়েছে ‘দ্য হোয়াইট লোটাস’।

পাশাপাশি সেরা রচনা, সেরা পরিচালক সেরা পার্শ্ব অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কারও জিতেছে এটি। ‘অ্যাবোট এলিমেনটারি’-তে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার ঝুলিতে ভরেছেন শেরিল লি রাল্ফ। দ্বিতীয় কৃষ্ণাঙ্গ অভিনেত্রী হিসেবে এই পুরস্কার জিতলেন তিনি। সাড়া জাগানো ‘স্কুইড গেম’ ড্রামা সিরিজের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন লি জং জে।

এক নজরে দেখে নিন সেরা হলেন যারা-
সেরা কমেডি: টেড ল্যাসো 

সেরা ড্রামা: সাকসেশন

সেরা লিমিটেড সিরিজ: দ্য হোয়াইট লোটাস

সেরা অভিনেত্রী (কমেডি): জেন স্মার্ট (হ্যাকস) 

সেরা অভিনেতা (কমেডি): জ্যাসন সুডেইকিস (টেড ল্যাসো)

সেরা অভিনেত্রী (ড্রামা): জেনডায়া (ইউফোরিয়া)

সেরা অভিনেতা (ড্রামা): লি জং জে (স্কুইড গেম)

সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): অ্যামান্ডা সেফ্রাইড (দ্য ড্রপআউট)

সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): মাইকেল কেটন (ডোপসিক)

সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি): শেরিল লি রাল্ফ ( অ্যাবোট এলিমেটারি)

সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি): ব্রিট গেলাল্ডস্টেইন (টেড ল্যাসো)

সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা): জুলিয়া গার্নার (ওজার্ক)

সেরা পার্শ্ব অভিনেতা (ড্রামা): ম্যাথিউ ম্যাকফ্যাডিয়ান (সাকসেশন)

সেরা পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): জেনিফার কোলিজ (দ্য হোয়াইট লোটাস)

সেরা পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): মারে বার্টলেট (দ্য হোয়াইট লোটাস)

ভ্যারাইটি টক সিরিজ: লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার

যে সিরিজগুলো সেরার পুরস্কার জিতল-

ভ্যারাইটি স্কেচ সিরিজ: সাটারডে নাইট লাইভ

সেরা পরিচালক (কমেডি সিরিজ): এমজে ডেলানি (টেড ল্যাসো)

সেরা পরিচালক (ড্রামা সিরিজ): হোয়াং ডং-হিউক (স্কুইড গেম)

সেরা পরিচালক (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): মাইক হোয়াইট (দ্য হোয়াইট লোটাস)

প্রামাণ্যচিত্র অথবা নন ফিকশন : দ্য বিটলস- গেট ব্যাক

প্রামাণ্যচিত্র অথবা নন ফিকশন স্পেশাল: জর্জ কার্লিন্স আমেরিকান ড্রিম
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি