ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

জবিতে পরাণ দেখতে উপচে পড়া ভীড় 

জবি প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৫৮, ১৪ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ২১:০১, ১৪ সেপ্টেম্বর ২০২২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলা জনপ্রিয় সিনেমা ‘পরাণ’ দেখানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদ কর্তৃক আয়োজিত ‘আমাদের সিনেমা’ শিরোনামে তিন দিনব্যাপি সিনেমা প্রদর্শনীর আজ শেষ দিনে এই সিনেমা দেখানো হয়েছে। 

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে দুপুর ১টায় পরাণ সিনেমাটি শুরু হয়ে ৪টার দিকে শেষ হয়েছে। 

সরেজমিনে দেখা যায়, সিনেমা দেখার জন্য শিক্ষার্থীদের উপচে পড়া ভীড় দেখা যায়। অনেকে পায়নি বসার জন্য সিট। অনেকেই বসেছে কার্পেট বিছানো নিচের মেঝেতে। কিন্তু কারও প্রতি ছিলো না কোন অভিযোগ। 

সিনেমা দেখে তৈমুর মবিন বলেন, ‘অনেক ভালো লেগেছে। আসলে ক্যাম্পাসে এভাবে বন্ধুদের সাথে সিনেমা দেখার অনুভূতি অন্যরকম।’

এছাড়াও বর্ণালী সাহা নামে এক শিক্ষার্থী বলেন, ‘অনন্যা চরিত্রটি বারবার মুড পরিবর্তন করেছে। যার ফলে ছেলে দুইটার জন্য খারাপ লাগছে আর মেয়েটির উপর রাগ হচ্ছে।’ 

উল্লেখ্য, প্রথমদিন (৫ আগস্ট) সকাল ১০টায় ‘শিমু’ ও  দুপুর ১টায়  ‘রাত জাগা ফুল’ দেখানো হয়েছে। এছাড়াও ৭ সেপ্টেম্বর ১০টায় ‘গণ্ডি’ ও দুপুর ১টায় ‘নোনা জলের কাব্য’ দেখানো হয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি