ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বিরতির পর অভিনয়ে ফিরলেন দোদুল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৭, ১৯ সেপ্টেম্বর ২০২২

আবারও অভিনয়ে ফিরলেন জনপ্রিয় নির্মাতা, লেখক ও অভিনেতা সাজ্জাদ হোসেন দোদুল। দীর্ঘ ১৫ বছর পর তার এই ফেরা। দুই বছর আগে স্ত্রী-নির্মাতা লাজুকের অনুরোধে একটি নাটকে তার অভিনয় করার কথা থাকলেও শেষ পর্যন্ত কাজটি করা হয়নি। এই দীর্ঘ বিরতিতে তাকে অভিনয়ে না পাওয়া গেলেও নির্মাণ নিয়েই ব্যস্ত ছিলেন তিনি।

১৫ বছর পর নিজের পরিচালিত ধারাবাহিক নাটক দিয়ে অভিনয়ে ফিরলেন দোদুল। নতুন এই ধারাবাহিকের নাম ‘মুসা’। গত ২ আগস্ট থেকে তারকাবহুল এই ধারাবাহিকটি বৈশাখী টিভিতে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হচ্ছে।

অভিনয়ে ফেরা প্রসঙ্গে দোদুল বলেন, নিজের আগ্রহতেই এবার অভিনয়ে ফিরেছি। তবে অনেকেই আমাকে অভিনয়ে দেখতে চায়। অভিনয়ের জন্য তাদের থেকে এক ধরনের চাপ রয়েছে। অভিনয় করার আগ্রহ থাকলেও সেভাবে সময় দিতে পারছি না। অভিনয়কে ভালোবেসেই মিডিয়ায় নাম লেখিয়েছিলাম কিন্তু বিভিন্ন কারণে স্থায়ী হতে পারিনি। এরপর নির্মাণে ব্যস্ত হয়ে যাই। মাঝে মধ্যে অনুরোধে কাজ করলেও এবার সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে নিয়মিত কাজ করব।

‘মুসা’ ধারাবাহিকে রঘু চরিত্রে অভিনয় করেছেন দোদুল। এ প্রসঙ্গে তিনি বলেন, ধারাবাহিকের গল্পটি অপরাধ জগতের। নাটকটি লিখতে গিয়ে অনেককিছু সম্পর্কে খোঁজ খবর নিতে হয়েছিল। তবে এই গল্পে একেবারে সত্যি ঘটনা উঠে না এলেও একরকম তার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে। রঘু ভয়ংকর একটি চরিত্র। যার বাম চোখ অন্ধ, একজন পেশাদার খুনি। জীবন্ত সাপ নিয়ে আছে দারুণ সব গল্প। রাজধানী শহর রঘুর কথায় চলে। এমনই একটি চ্যালেঞ্জিং চরিত্র দিয়ে অভিনয়ে ফিরলাম। আশা করছি, দর্শকদের ধারাবাহিক নাটকটি ও রঘু চরিত্র পছন্দ হবে।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি