ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ওয়েব সিরিজে মিথিলার সঙ্গে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৩, ২০ সেপ্টেম্বর ২০২২

প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করছেন কণ্ঠশিল্পী আগুন। সিরিজের নাম ‘দ্য হলি গান’। পরিচালনা করেছেন ইয়াসির আরাফাত জুয়েল। এই ওয়েব সিরিজে আগুনের বিপরীতে আছেন রাফিয়াত রশীদ মিথিলা। ঢাকার মিরপুরের বিভিন্ন লোকেশনে হয়েছে ওয়েব সিরিজটির শুটিং। বিষয়টি নিশ্চিত করেছেন আগুন নিজেই।

এ সম্পর্কে তিনি বলেন, ‘এখনই এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। তবে বলতে পারি এটি একটি ব্যতিক্রমী কাজ হতে যাচ্ছে। দেশীয় একটি ওটিটি প্লাটফর্মে দেখা যাবে এ সিরিজটি।’

ওয়েব সিরিজটিতে আগুনকে দেখা যাকে খল চরিত্রে। চরিত্রটি নিয়েও কথা বলেছেন তিনি।

তিনি বলেন, ‘পর্দায় স্মার্ট ভিলেনরা সবসময়ই বাজিমাত করেছেন। দর্শক একজন হিরোকে যেমন স্মার্টলি দেখতে চায় একজন এন্টি হিরোকেও সেভাবে দেখতে চায়। সে চাহিদা থেকে আমার চরিত্রটি সবাই উপভোগ করবেন বলেই আমার বিশ্বাস। খুব এনজয় করেছি স্মার্ট খল চরিত্রটিতে কাজ করতে গিয়ে।’

এদিকে আগুন জানান, শিগগির আরও কিছু কাজ নিয়ে তিনি হাজির হবেন তিনি। থাকবে নতুন গানও।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি