ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১৯ প্রেক্ষাগৃহে ‘বিউটি সার্কাস’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩০, ২৩ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

মাহমুদ দিদারের নির্মাণে আলোচিত সিনেমা ‘বিউটি সার্কাস’ শুক্রবার সারা দেশের ১৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। 

সরকারের অনুদানপ্রাপ্ত (২০১৪-১৫), ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান।

এরই মধ্যে সিনেমাটির প্রচারণায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গেছেন এর কলাকুশলীরা। 

২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি নওগাঁর সাপাহার, মানিকগঞ্জে সার্কাসের বিশাল যজ্ঞে দুইশ জনের নির্মাণসঙ্গী নিয়ে প্রায় দুই হাজার গ্রামবাসীর অংশগ্রহণে সিনেমাটির চিত্রধারণের কাজ করেন নির্মাতা। এজন্য সার্কাস প্যান্ডেল নির্মাণ ও গ্রাম্যমেলার আয়োজন করতে হয়েছিল।

২০১৭ সালে নির্মাণকাজ শুরু হলেও সিনেমাটির ব্যাপ্তি ও নির্মাণের বৃহৎ আয়োজন সম্পন্ন করতে প্রায় পাঁচ বছর সময় লেগে যায়। করোনার কারণেও পিছিয়েছে বহুল প্রতীক্ষিত এ সিনেমার মুক্তি।

সিনেমাটির মধ্য দিয়ে দীর্ঘদিন পর দেশের বড়পর্দায় হাজির হচ্ছেন জয়া আহসান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু, মানিসা অর্চি প্রমুখ।

সিনেমাটির তিনটি গান গেয়েছেন চিরকুট ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমী, অ্যাশেজ ব্যান্ডের ইভান ও টুনটুন বাউল। সিনেমাটির পরিবেশক অ্যাকশন কাট্র।

সিনেমা নিয়ে নির্মাতা মাহমুদ দিদার বলেন, “অনেক পরিশ্রমের ফসল বিউটি সার্কাস। এতে আমাদের সবার ডেডিকেশন ছিল। তাই চাই, সবাই হলে এসে সিনেমাটি দেখবেন।”

জয়া আহসান বলেন, “বিউটি সার্কাসে অনেক লম্বা একটা জার্নি করেছি আমরা। কিন্তু এই জার্নিটা বেশ মধুর ছিল, আশা করছি শেষটাও খুব সুন্দর হবে। দিদারের প্রথম সিনেমা। সবাইকে প্রেক্ষাগৃহে ‘বিউটি সার্কাস’ দেখার অনুরোধ রইল।”

ফেরদৌস বলেন, “বিউটি সার্কাস আমাদের সিনেমা। হলে আসুন, ভালো সিনেমাকে প্রমোট করুন।”

এ বি এম সুমন বলেন, “আমরা যেভাবে রিয়েল লোকেশনে শুটিং করেছি, সার্কাসের আদলে-বর্তমানে অন্য কোনো প্রোডাকশনের জন্য এটা করা প্রায় অসম্ভব। আর মাহমুদ দিদার সেই কাজটাই করেছেন। ফাইনালি ‘বিউটি সার্কাস’ মুক্তি পাচ্ছে।”

সিনেমার পরিবেশক অ্যাকশন কাট জানিয়েছে, রাজধানীতে স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখা, ব্লকবাস্টার সিনেমাসে দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন।

আরও যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে বিউটি সার্কাস- লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স (সিলেট), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), মম ইন (বগুড়া), পূরবী (ময়মনসিংহ), বিজিবি (সিলেট), তাজ সিনেমা (নওগাঁ), সংগীত সিনেমা (খুলনা), মর্ডান সিনেমা (দিনাজপুর), পান্না সিনেমা (মুক্তারপুর), রাজ সিনেমা (কুলিয়ারচর), মাধবী সিনেমা (মধুপুর), আনন্দ সিনেপ্লেক্স (গুরু দাসপুর), রাজিয়া সিনেমা (নাগরপুর)।

সার্কাসের দলপতি হয়ে এক অদম্য নারীর টিকে থাকার লড়াই ও প্রতিশোধের গল্প বিউটি সার্কাস।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি