ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বয়স ও রূপ ধরে রাখতে ৫০ হাজার টাকার ক্রিম!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০২, ২৩ সেপ্টেম্বর ২০২২

অভিনেত্রী তাবাসসুম ফাতিমা হাশমি (টাবু)

অভিনেত্রী তাবাসসুম ফাতিমা হাশমি (টাবু)

Ekushey Television Ltd.

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে, তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয় করে চলেছেন একের পর ছবিতে। মূল ধারার ছবি কিংবা সমান্তরাল- উভয়তেই অভিনয় করতে দক্ষ এই অভিনেত্রী। বুড়িয়ে যাওয়া জ্যাকি শ্রফ থেকে হালের ঈশান খট্টরের সঙ্গেও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে সাবলীল তাবাসসুম ফাতিমা হাশমি ওরফে টাবু।

বয়স তার কাছে নেহায়েতই সংখ্যা মাত্র। গত নভেম্বরেই পা দিয়েছেন ৫১-তে। সম্প্রতি এক সাক্ষাৎকারে টাবুকে প্রশ্ন করা হয়- এই বয়সেও চেহারায় বয়সের ছাপ লুকিয়ে রাখতে কী করেন তিনি? প্রশ্ন শুনেই হেসে ওঠেন বলিউডের শক্তিমান এই অভিনেত্রী। বললেন, ‘বয়স ঠেকিয়ে রাখতে ত্বক পরিচর্যার জন্য কোনও বিশেষ রুটিন নেই আমার! তবে আমি জানি, বড় পর্দায় আমাকে সুন্দর না দেখালেই নয়। তাই যতটুকু প্রয়োজন, ততটুকু করি।’

ঘরোয়া কোনও টোটকা কি পছন্দ অভিনেত্রীর? টাবু বলেন, ‘সত্যিই আমার কোনও গোপন রূপ-চর্চা নেই। এক দিন রূপটানশিল্পী মিতালি জিজ্ঞাসা করেছিলেন, আমি ঘরোয়া কোনও উপায়ে রূপচর্চা করছি কি না? তাকে জানাই যে, মাঝেমাঝে কফি বা কোনও বিশেষ পাতা ব্যবহার করি। তিনি বলেন, ম্যাম ওই সব ব্যবহার করবেন না! মিতালি আমাকে তখন ৫০ হাজার টাকা দামের একটি ক্রিম কিনতে বলেন। ওর কথা শুনে কিনেও নিয়েছিলাম। তবে ওই এক বার। ব্যস! আর কোনও দিন কিনব না!’

তবে কি সেই ক্রিমেই টাবুর এমন উজ্জ্বল মসৃণ ত্বকের রহস্য? আগামী নভেম্বরেই বায়ান্ন-তে পা দিতে যাওয়া এই অভিনেত্রী বলেন, ‘আমি সচেতনভাবে ত্বকের জন্য কিছুই করি না। তবে ত্বকের ক্ষতি হওয়ার মতো কোনও কাজও করি না। সব অভিনেতা-অভিনেত্রীকেই ওইটুকু মাথায় রাখতেই হয়। তাই নিজেকে সুস্থ ও ফিট রাখার যথাসাধ্য চেষ্ট করি।’ সূত্র- আনন্দবাজার অনলাইন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি