ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রকাশ পেল ‘রাগী’র মোশন টিজার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪০, ২৭ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৮:৪২, ২৭ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

চলচ্চিত্র পরিচালক মিজানুর রহমান মিজানের নতুন সিনেমা ‘রাগী’। সিনেমাটি অক্টোবরে মুক্তি পাবে বলে জানা গেছে। এ উপলক্ষ্যে সিনেমাটির মোশন টিজার প্রকাশ করা হয়েছে।

এক মিনিট ১৬ সেকেন্ডের টিজারে অ্যাকশন দৃশ্য অ্যানিমেশন করে তুলে ধরা হয়েছে। নেপথ্যে ব্যারিটোন ভয়েস ভয়েস দিয়ে অ্যানিমেটেড অ্যাকশন দৃশ্যকে প্রাণবন্ত করে তোলেন নায়ক পারভেজ আবির চৌধুরী।

প্রদর্শক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝুমুর সিনেমার কর্ণধার শরফুদ্দিন এলাহী সম্রাট। তিনি বলেন, দর্শকদের উৎসাহ বাড়াতে এখন অনেক কিছু করতে হচ্ছে। অনেকে করছেনও, কিন্তু ভেতরে কিছু না পেয়ে হতাশ হয়ে ফিরছেন। তবে এ কথা হলফ করে বলতে পারি ‘রাগী’তে অ্যাকশন বিনোদনের সবকিছুই আছে। তারই সংক্ষেপরূপটা মোশন টিজারে ফুটে উঠেছে। 

গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় মোশন টিজার প্রকাশের সঙ্গে একটি দীর্ঘ পোস্ট জুড়ে দেন পরিচালক মিজান। তিনি বলেন, একজন নির্মাতা হিসেবে কেবল চেষ্টা করেছি দর্শক যেন বিনোদিত হতে পারে। গাটের পয়সা যেন উসুল হয়। দর্শক বিনোদিত হলেই আমরা রাগী টিম স্বার্থক।

তিনি আরো বলেন, সব ঠিকঠাক থাকলে সংবাদ সম্মেলন করে এ সপ্তাহের শেষ দিকে রাগী’র ট্রেলার, পোস্টার এবং মুক্তির দিন ঘোষণা দেওয়া হবে। 

তবে ছবিটি আগামী ১৪ অক্টোবর মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান বিডিস্ক্রিন।

‘রাগী’ সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে পারভেজ আবির চৌধুরী ও অ্যাকশন কুইন মুনমুনকে। এ সিনেমোর মধ্য দিয়ে খলচরিত্রে নাম লেখালেন এই আবেদনময়ী। এর পাশাপাশি আঁচল, মৌমিতা মৌ, শতাব্দী ওয়াদুদ, মারুফ আকিব, খালেদা আক্তার, শাকিল আহমেদ, কাজী হায়াৎ, অন্তরা জামান, ববি, জিয়া তালুকদার, আর এফ রোমিও, লায়ন প্রমুখকে ঘিরে সিনেমার গল্প এগিয়েছে।

 

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি