ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অচেনা এক কৃতি শ্যানন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৩, ১৮ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

অচেনারূপে হাজির হয়েছেন অভিনেত্রী কৃতি শ্যানন। তার নতুন হরর কমেডি সিনেমা ‘ভেদিয়া’র লুক প্রকাশ করলে এক অচেনা কৃতিকে দেখা গেছে। ছোট ছোট চুলে অভিনেত্রীকে একেবারেই অন্যরকম লাগছে।

নিজের লুক প্রকাশ করে কৃতি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ডা. আনিকার সাথে পরিচিত হন। ভেদিয়ার (নেকড়ে) চিকিৎসক। মানুষও ডা. আনিকার স্মরণাপন্ন হতে পারেন তবে ঝুঁকিটা নিজেদের নিতে হবে।’

‘ভেদিয়া’ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে আরও আছেন বরুণ ধাওয়ান। এর আগে তার লুক প্রকাশ করা হয়েছিল। সিনেমাটির ট্রেলারও প্রকাশ করার প্রস্ততি চলছে। 

আগামী ২৫ নভেম্বর হরর কমেডি ‘ভেদিয়া’ সিনেমাটি মুক্তি পাবে। দিনেশ বিজেন প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন অমর কৌশিক।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি