ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে পূজার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০, ২১ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

অভিনেত্রী পূজা হেগড়ের পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী। 

প্রকাশিত ছবিতে দেখা যায়, পূজার বাঁ পায়ের গোড়ালিতে ব্যান্ডেজ। বালিশের ওপরে পা উঠিয়ে রেখেছেন তিনি। আর ক্যাপশনে লিখেছেন—‘ওকে, তারপর লিগামেন্ট ছিঁড়ে যাওয়া।’

কবে কোথায় এই দুর্ঘটনার শিকার হয়েছেন পূজা, তা অবশ্য জানাননি। আরেকটি ভিডিও ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন অভিনেত্রী। তাতে দেখা যায়, বাঁ পায়ে ব্যান্ডেজ নিয়েই মেকআপ নিচ্ছেন পূজা। অর্থাৎ অসুস্থতা নিয়েই শুটিং করছেন এই অভিনেত্রী। 

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সালমান খানের সঙ্গে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় অভিনয় করছেন পূজা। এ সিনেমার শুটিং সেটে আঘাত পান তিনি। আগামী ২ সপ্তাহ পূজাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তার।

উল্লেখ্য, সম্প্রতি ৩২-এ পা দিলেন অভিনেত্রী পূজা হেগড়ে। জন্মদিন উদযাপন করেন ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার সেটে। উপস্থিত ছিলেন সালমান খান, ভেঙ্কটেশ। 

ভাইজানের এই সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন ফারহাদ সামজি, প্রযোজনায় সালমান খান ফিল্মস। এই সিনেমাতে দেখা যাবে জগপতি বাবু, রাঘব জুয়াল, শেহনাজ গিল, পালক তিওয়ারি ও প্রমুখকে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি