ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

প্রস্তুতি সম্পন্ন, পরীর জন্মদিনে থাকছে চমক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪০, ২৪ অক্টোবর ২০২২ | আপডেট: ১১:৩১, ২৪ অক্টোবর ২০২২

পরীমনি। নামটির সঙ্গে রয়েছে অসংখ্য গল্প ও কাহিনী। সবটাই ঘটে যাওয়া ঘটনা। যা প্রতিবারই দিয়েছে ভিন্ন মাত্রা। আলোচনা-সমালোচনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি এগিয়ে গেছেন বারবার। এবার সন্তানকে সঙ্গে নিয়ে প্রথম নিজের জন্মদিন উদযাপন করতে যাচ্ছেন চিত্রনায়িকা।

২৪ অক্টোবর (সোমবার) পরীমনির জন্মদিন। দিনটিতে নিজের লেখা গল্প অবলম্বনে ‘নতুন জন্মের গল্প’ নামে একটি ‘ভিজ্যুয়াল প্রোডাকশন’ নির্মিত হচ্ছে।

‘নতুন জন্মের গল্প’র চিত্রনাট্য লিখেছেন রুদ্র হক। এটা নাটক, নাকি সিনেমা, নাকি প্রামাণ্যচিত্র; তা প্রকাশ করতে চাইছেন না কাহিনীকার কিংবা নির্মাতা কেউই। চমক ধরে রেখে সোমবার এর বিস্তারিত জানানোর পরিকল্পনা করেছেন তারা।

এদিকে পরীমনির জন্মদিন উপলক্ষে তার অভিনীত আবু রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার প্রথম গান ‘তুই কি আমায় ভালোবাসিস’ প্রকাশ হবে সোমবার রাতে। একে পরীমনির ‘জন্মদিনের উপহার’ বলছেন সিনেমাটির নির্মাতা আবু রায়হান।

পরীমনি তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, “এটা আমার জন্য সেরা গিফট। আমি ধন্য। অ্যাডভেঞ্চার অব সুন্দরবন টিমকে ধন্যবাদ। ধন্যবাদ বঙ্গ ও নির্মাতা জুয়েলকে। আমি খুইব এক্সাইটেড এটা নিয়ে।”

ইমরানের কণ্ঠে ‘তুই কি আমায় ভালোবাসিস’ গানটির কথা লিখেছেন শরিফ আলদ্বীন। এতে সুর দিয়েছেন নাজির মাহামুদ।

জন্মদিনের ‘তৃতীয়’ উপহারটি পরীমনি পেয়েছেন নিজের কাছ থেকে। জন্মদিন উপলক্ষে এক সপ্তাহ আগেই নিজেকে আইফোন উপহার দিয়েছেন। সে ছবি পোস্ট করেছেন ফেইসবুকে। ক্যাপশনে লিখেছেন, “নিজেকে গিফ্ট করলাম। এডভান্স হ্যাপি বার্থডে পরী। আমি একটা আইফোন ফ্রিক।”

সব মিলিয়ে এবারের জন্মদিনে গান, চিত্রনাট্য ও আইফোনকে নিজের ‘বিশেষ উপহার’ হিসেবে দেখছেন এই চিত্রনায়িকা।

গত কয়েক বছর ধরে বেশ ধুমধাম করে জন্মদিন পালন করে আসছেন পরীমনি। পাঁচ তারকা হোটেলে জমকালো সেই সব আয়োজনে নানা রূপে আসছেন তিনি। কখনও ময়ূরের বেশে, কখনও বিমানের কেবিন ক্রুর বেশে দেখা দিয়েছিলেন। এবারও চমক থাকছে জন্মদিনে।

এই প্রথম স্বামী-সন্তানের সঙ্গে কেক কাটবেন পরীমনি। এ নিয়ে বেশ উচ্ছ্বসিতও তিনি। আয়োজনটি থাকছে ঢাকার একটি কনভেনশন সেন্টারে।

জন্মদিনের অনুষ্ঠানে অতিথিদের জন্যও নির্ধারণ করে দেওয়া হয় নির্দিষ্ট পোশাক। অতিথিদের আমন্ত্রণপত্রও পাঠানো হয়েছে। কার্ডের ডিজাইনও হয়েছে চমৎকার।

পরীমনি জানান, এ বছর পুরুষ অতিথিদের জন্য জলরঙ (অ্যাকুয়া কালার) এবং নারীদের জন্য সাদা রঙের পোশাক নির্ধারণ করা হয়েছে।

এবারের জন্মদিনটা হবে ব্যতিক্রমী। কারণ সংসার জীবনে প্রবেশের পর এটাই পরীর প্রথম জন্মদিন। তাছাড়া কোলজুড়ে এসেছে ফুটফুটে পুত্র- রাজ্য। সঙ্গে থাকবেন এ সময়ের আলোচিত অভিনেতা স্বামী শরিফুল রাজ। নিজের ও শ্বশুর বাড়ির পরিবার-পরিজন।

প্রতিবছর পরীমনি নানাকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কেটেছেন। কিন্তু এবার থাকছে তার পুরো পরিবার। পরীর ইচ্ছা ছেলের হাতেই এবারের জন্মদিনের কেক কাটবেন। এমনটাই জানা গেছে তার স্বজনদের কাছ থেকে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি