ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেল অভিনেত্রীর গাড়ি, সবাই আহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪০, ১ নভেম্বর ২০২২

বলিউড অভিনেত্রী রম্ভা ও তার দুর্ঘটনাকবলিত গাড়ি

বলিউড অভিনেত্রী রম্ভা ও তার দুর্ঘটনাকবলিত গাড়ি

Ekushey Television Ltd.

স্কুল থেকে বাচ্চাদের নিয়ে ফিরছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রম্ভা। পথেই ঘটে যায় দুর্ঘটনা। পিছন থেকে তার গাড়িতে এসে ধাক্কা মারে আরেকটি গাড়ি। যাতে দুমড়ে-মুচড়ে যায় রম্ভার গাড়ি। ঘটনাস্থলে আহত হন অভিনেত্রী। তবে তার চোট সামান্য। ছোট মেয়ে সাশার অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কানাডার অন্টারিওতে। ইনস্টাগ্রামে নিজের ভাঙাচোরা গাড়ির ছবি দিয়ে দুঃসংবাদ ভাগ করে নেন দক্ষিণী তারকা। 

যেখানে দেখা যায় আহত কন্যা সাশা হাসপাতালের শয্যায় শুয়ে। চিকিৎসা চলছে তার। মর্মান্তিক সেই দৃশ্যে শিউরে ওঠেন রম্ভার এক কালের সতীর্থরা। সাশা যাতে দ্রুত সেরে ওঠে, সবাই সেই প্রার্থনা করেন।

১৯৯৭ সালে বলিউডের ‘জুড়ওয়া’ ছবিতে নজর কেড়েছিলেন রম্ভা। এছাড়া দক্ষিণের বহু ছবিতেও কাজ করেছেন তিনি। পর্দা ভাগ করেছেন রজনীকান্ত, কমল হাসান, থালাপতি বিজয় এবং অজিথের মতো তারকার সঙ্গে। 

২০১০ সালে এসে অভিনয়ে ইতি টানেন এই অভিনেত্রী। কানাডা প্রবাসী শীলঙ্কান তামিল ব্যবসায়ী ইদ্রো কুমার পাথমানাথানকে বিয়ে করে সংসার পাতেন অন্টারিওতেই। ২০১৮ সালে পুত্র সন্তানের জন্ম দেন রম্ভা। তার আগে আছে দুই কন্যা- লাবণ্য এবং সাশা।

এক নভেম্বর মেয়েদের স্কুল থেকে নিয়ে ফিরছিলেন রম্ভা। সঙ্গে ছিলেন পুত্র ন্যানিও। গাড়ি দুর্ঘটনার সময় সকলেই কমবেশি আহত হয়েছেন। তবে আঘাত গুরুতর সাশার। 

প্রাক্তন এই অভিনেত্রী হাসপাতাল থেকে কন্যার ছবি পোস্ট করে লিখেছেন, “খুব খারাপ সময় যাচ্ছে। আমাদের গাড়িকে ধাক্কা মেরেছে আর একটি গাড়ি। আমরা সবাই ঠিক আছি। অল্পস্বল্প যা চোট লেগেছিল, সামলে উঠেছি। কিন্তু আমার ছোট্ট সাশাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। সবাই প্লিজ ওর জন্য প্রার্থনা করুন।”

একদিন আগেই (সোমবার) সাশার গাওয়া ফরাসি গানের ভিডিও শেয়ার করেছিলেন মা রম্ভা। সাশা তার মাকে জড়িয়ে ধরে গাইছিল। তাকে নাচতেও দেখা যায় সেই ভিডিওতে। 

গরবিনি মা সেদিন লিখেছিলেন, “আমার সাশার গাওয়া ফরাসি গান...”। তার পরের দিনই শয্যাশায়ী সাশার ছবি হৃদয়বিদারক বলে মনে করছেন অনুরাগীরা। সূত্র- আনন্দবাজার পত্রিকা।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি