ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সোহেল রানার চোখে ভুল অস্ত্রোপচার, আইনি ব্যবস্থার হুমকি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৫, ১ নভেম্বর ২০২২ | আপডেট: ২২:০৭, ১ নভেম্বর ২০২২

বাবা মাসুদ পারভেজ ওরফে সোহেল রানার সঙ্গে ছেলে মাশরুর পারভেজ

বাবা মাসুদ পারভেজ ওরফে সোহেল রানার সঙ্গে ছেলে মাশরুর পারভেজ

Ekushey Television Ltd.

চোখের চিকিৎসা করাতে সিঙ্গাপুরে গেছেন এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক সোহেল রানা ওরফে মাসুদ পারভেজ। 

মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চোখে অস্ত্রোপচার হওয়ার কথা। 

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ। সঙ্গে অভিযোগ করে বলেন, দেশের হাসপাতালে তার বাবার চোখে ভুল অস্ত্রোপচার হয়েছে। এ জন্য সিঙ্গাপুর থেকে ফিরে তারা আইনি ব্যবস্থা নেবেন।

যদিও ওই হাসপাতালের নাম প্রকাশ করেননি মাশরুর পারভেজ। তিনি বলেন, ‘আমার বাবাকে ছানি অপারেশনের জন্য রাজধানীর একটি নামকরা বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ছানি অপারেশনের পরেই তার চোখে জটিলতা দেখা দেয়। তারা আমাকে যে ডিসচার্জ পেপার দেয়, সেখানে বলা হয়েছে- সফল অপারেশন। এও বলেছিল আরেকটা লেন্স বসাতে হবে।’

মাশরুর বলেন, ‘তারা দ্বিতীয় সার্জারি করে তাদের ভুলকে পাশ কাটাতে চাইছে। কিন্তু এটা আমি কেন হতে দেব? কেন এতো ঝুঁকি নেব? তারা ভুল করেছে। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা বিষয়টি দেখেছেন। তাই দ্রুত অপারেশনের ব্যবস্থা নিয়েছেন। আর দেশে যে হাসপাতালটি বাবার চোখের ভুল অস্ত্রোপচার করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার পরিকল্পনা আছে আমাদের।’

এ সময় বাবা সোহেল রানা ওরফে মাসুদ পারভেজের জন্য দোয়া চেয়ে মাশরুর পারভেজ বলেন, ‘এখন আমরা খুবই চিন্তিত। বাবার অপারেশনটা ভালোয় ভালোয় হয়ে গেলেই হয়।’

এর আগে রোববার (৩০ অক্টোবর) ছেলে মাশরুর পারভেজকে সঙ্গী করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে উড়ে যান সোহেল রানা।

এদিকে, একই হাসপাতালে এক বছরেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন আছেন আরেক খ্যাতিমান অভিনেতা ও সংসদ সদস্য আকবর পাঠান ফারুক। জিবিএস নামে বিরল এক নিউরোলজিক্যাল রোগে ভুগছেন ‘মিয়া ভাই’ খ্যাত এই অভিনেতা। সুস্থতার পথে তিনি। নতুন বছরের শুরুতেই ফারুক দেশে ফিরবেন বলে জানা গেছে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি