ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বিশেষ দিনে মৌসুমীকে চমকে দিলেন সানী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০২, ৩ নভেম্বর ২০২২

ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী প্রিয়দর্শিনী মৌসুমী। ০৩ নভেম্বর (বৃহস্পতিবার) তার জন্মদিন। আর এ দিনটির কথা কখনও ভুলে যান না স্বামী চিত্রনায়ক ওমর সানী। সব সময়ই প্রিয় মানুষটিকে চমকে দিতে চেষ্টা করেন অভিনেতা। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাসায় রাত ১২টায় কেটেছেন কেক। মৌসুমীকে চমকে দিতে দিয়েছেন উপহার।
 
রাতে চিত্রনায়ক ওমর সানী তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, ‌‘রাতে শুভ জন্মদিন প্রিয়দর্শিনী, আল্লাহ সুবহানাতায়ালা তোমাকে সুস্থ রাখুন, পরিবার নিয়ে ভালো রাখুন। তোমার জন্মদিনে সবার মাঝে আমিও একজন ভালোবাসার মানুষ, সবাই দোয়া করবেন ওর জন্য। শুভ জন্মদিন মৌসুমী।’

৯০-এর দশকে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় জনপ্রিয় অভিনয় শিল্পী মৌসুমীর। প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’। এরপর ‘দোলা’, ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’ ও ‘স্নেহ’ চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি ও তারকা খ্যাতি লাভ করেন। এখন পর্যন্ত তিনি অভিনয় করেছেন শতাধিক চলচ্চিত্রে। 

অভিনয় জীবনে তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মৌসুমী। জাতীয় পুরস্কার পাওয়া সিনেমাগুলো হচ্ছে- ‘মেঘলা আকাশ’, ‘তারকাটা’ ও ‘দেবদাস’। এ ছাড়া, বহুবার পেয়েছেন বাচসাস পুরস্কার। পাশাপাশি আরও অনেক পুরস্কার পেয়েছেন তিনি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি