ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বলিউড কাঁপাতে আসছেন সাইফপুত্র ইব্রাহিম!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৯, ১৭ নভেম্বর ২০২২

ইব্রাহিম আলি খান

ইব্রাহিম আলি খান

Ekushey Television Ltd.

বাবা-মা অভিনয়ের জগতে থাকলে তাদের সন্তানরাও যে অভিনয়ে আসতে চাইবেন বা পারবেন না- এমন কোনও কথা নেই। শ্রীদেবী-কন্যা, শাহরুখ-কন্যার মতো কেউ কেউ আসেন, আবার শাহরুখ-পুত্র আরিয়ানের মতোই কেউ কেউ আসেন না। 

২০১৮ সালে ‘কেদারনাথ’ ছবি দিয়েই অবশ্য বলিউডে পা রেখেছেন সাইফ আলি খানের কন্যা সারা আলি খান। ৫ বছর পর, যখন তিনি বলিউডে অনেকটাই প্রতিষ্ঠিত, তারই পদাঙ্ক অনুসরণ করলেন ভাই ইব্রাহিম আলি খান। 

এমনিতেই সুদর্শন হিসেবে বিশেষ আকর্ষণ রয়েছে তার। দেখতেও অনেকটা তরুণ সাইফের মতোই। অভিনয়ে আসার আগেই তাকে অনুসরণকারীর সংখ্যাটাও বিপুল। তবুও বলিউড পর্দায় কবে তাকে দেখা যাবে? জানতে মুখিয়ে ছিলেন অনুরাগীরা। অবশেষে তারা পেলেন সুখবর!

জানা গেছে, তারকা পরিচালক করণ জোহরের প্রযোজনার একটি সিনেমা দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন সইফ-পুত্র। সিনেমাটি পরিচালনার দায়িত্বে আছেন আরেক তারকা বোমান ইরানির পুত্র কায়োজে ইরানি। 

‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর সুডো চরিত্রকে কী মনে আছে? সেই সুডোই এই কায়োজে ইরানি। যিনি কিনা এবার আসছেন পরিচালনায়।

যদিও সিনেমাটির নাম এখনও জানা যায়নি। তবে, যেটুকু জানা গেছে, তাতে বুঝা গেল- এটা হতে যাচ্ছে যুদ্ধের সিনেমা। অস্ত্রশস্ত্রের আয়োজন নিয়ে চলচ্চিত্রটি ফ্লোরে উঠতে চলেছে ২০২৩ সালে।

মুম্বাইয়ের ধীরুভাই অম্বানি স্কুলে মাধ্যমিক পাঠ শেষ করে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ড পাড়ি জমান ইব্রাহিম। ফিরে এসে কাজ শুরু করেন ফিল্ম ইন্ডাস্ট্রিতেই। তাইতো বলিউডে যে একেবারেই কাজ করার অভিজ্ঞতা নেই- সেটা বলা যাচ্ছে না। 

করণ জোহরের সিনেমা ‘রকি অর রানি কি প্রেম কাহানি’-র সেটেও দেখা গেছে সাইফ-অমৃতার পুত্র ইব্রাহিমকে। তবে অভিনেতা হিসেবে নয়, সহকারী পরিচালক হিসাবেই। 

তবে এবারই প্রথম অভিনয়ে আসার প্রস্তুতি নিচ্ছেন ২১ বছর বয়সের এই স্টারকিড।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি