ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ব্যান্ড শূন্যের ‘১৫ বছর পূর্তি উদযাপন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩২, ৩০ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

দীর্ঘ ১৫ বছর পথ পাড়ি দিয়েছে বাংলাদেশের ‘ব্যান্ড শূন্যে’। এ উপলক্ষে আয়োজন করতে যাচ্ছে ‘ফিফটিন ইয়ারস অব শূন্য’ কনসার্ট। আগামী ২৬ জানুয়ারি ২০২৩ এ কনসার্টটি অনুষ্ঠিত হবে।   

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্যটি জানানো হয়। কনসার্টটি আয়োজন করছে ড্রীমকাস্ট মার্কেটিং এন্ড কমিউনিকেশন।  

জানানো হয়, ২৬ শে জানুয়ারি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, হল-৪ এ ‘ফিফটিন ইয়ারস অব শূন্য’ কনসার্টটি অনুষ্ঠিত হবে। এই জমকালো কনসার্টে গান পরিবেশন করবেন শূন্য ব্যান্ডসহ দেশ সেরা সব সংগীত শিল্পীরা। এই কনসার্টের পিআর পার্টনার হিসেবে আছেন স্টোরিটেলার পিআর।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শূন্য ব্যান্ডের ড্রামার রাফাতুল বারি লাবিব ও গিটারিস্ট ইশ্মামুল ফরহাদ এলিন এবং ড্রীমকাস্ট মার্কেটিং এন্ড কমিউনিকেশন এর বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড স্ট্রাটেজিক ডিরেক্টর মারজুক হোসাইন, ম্যানেজিং পার্টনার মহিউদ্দিন চৌধুরী শাওন ও আল-আমিন আবেদিন এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি