ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

জাহিদ হাসান ও তৌকীরের ‘কে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩২, ৮ ডিসেম্বর ২০২২

প্রথমবারের মতো বায়োস্কোপের সিরিজে একসঙ্গে দেখা যাবে অভিনয় জগতের দুই উজ্জ্বল নক্ষত্র জাহিদ হাসান ও তৌকীর আহমেদকে। ‘কে’ নামের এ ওয়েব সিরিজ দেখা যাবে আগামী জানুয়ারিতে। 

ভক্তরা এই ওয়েব সিরিজটির মাধ্যমে দীর্ঘসময় পর তাদের দু’জনকে একসাথে দেখার সুযোগ পাবেন।

নতুন বছর; ২০২৩ সালের জানুয়ারিতেই ‘কে’ ওয়েব সিরিজটি স্ট্রিমিং হবে গ্রামীণফোনের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপে। এ উপলক্ষে, সম্প্রতি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত জিপি হাউজের ইনোভেশন ল্যাবে ওয়েব সিরিজটির ঘোষণা করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহিদ হাসান, তৌকীর আহমেদ, সানজিদা প্রীতি, দিলরুবা দোয়েল, তানজিকা সহ ওয়েব সিরিজটির অভিনয়শিল্পীরা, পরিচালক গৌতম কৈরী, প্রযোজক শাহরিয়ার শাকিল, গ্রামীণফোনের চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলায়মান আলম এবং গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ বিষয়ে তৌকীর আহমেদ বলেন, “রহস্যকেন্দ্রিক এই গল্প দর্শকদের ভাল লাগবে বলে আমার বিশ্বাস। তাছাড়া, অনেক দিন পর আমি জাহিদ হাসানের সাথে একসঙ্গে অভিনয় করলাম। গল্প, অভিনয় ও নির্মাণ সব মিলিয়ে কাজটি দর্শকদের পছন্দ হলে সবার পরিশ্রম সার্থক হবে।”

এই ওয়েব সিরিজ নিয়ে গৌতম কৈরী বলেন, ‘কে’ ফ্যামেলি গল্পের ভিতর দিয়ে একটি মার্ডার মিস্ট্রি গল্পের ওয়েব সিরিজ। দুই দিকপাল অভিনেতাকে আমার প্রথম সিরিজে এক ফ্রেমে বন্দি করতে পেরেছি, এটা আমার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। গল্পের ভিতরেও গল্প আছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

জাহিদ হাসান বলেন, ‘গল্পের প্রাথমিক প্লটটা শোনার পর আমার কাছে গল্পটি চমৎকার মনে হয়েছে। এই ওয়েব সিরিজে সাসপেন্স ও থ্রিল আছে। এছাড়া, গৌতম খুবই গুছানো ও আন্তরিক পরিচালক। আমার মনে হয় এটি সব ধরনের দর্শকের খুবই ভালো লাগবে। বায়োস্কোপকে ভালো কাজের সাথে থেকে অনুপ্রেরণা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।’

এসি


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি