ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

সেন্সর ছাড়পত্র পেল ‘মৃত্যুঞ্জয়ী’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৬, ১৪ ডিসেম্বর ২০২২

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মৃত্যুঞ্জয়ী’ পেল আনকাট সেন্সর। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রটি পরিচালনা করেছেন উজ্জ্বল কুমার। 

চলচ্চিত্রটির গবেষণা, কাহিনী, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন ড. সাজেদুল আউয়াল। প্রযোজনা করেছেন বদরুন নেছা খানম।

চলচ্চিত্রটির পরিচালক উজ্জ্বল কুমার বলেন, ‘বাংলাদেশি বংশদ্ভূত হিমাংশু প্রায় ৫০ বছর পর দেশে আসে ‘বাংলাদেশে চিত্রকলায় মুক্তিযুদ্ধের প্রতিফলন’ শীর্ষক গবেষণার জন্য। হিমাংশুর গবেষণার মধ্য দিয়ে উঠে আসে এদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু হত্যা, যুদ্ধের সময় ফেলে যাওয়া হিমাংশুর জন্মভিটা; তার হারিয়ে যাওয়া শৈশব। চমৎকার গল্পের মাধ্যমে সবকিছু তুলে আনা হয়েছে।’  

সবাইকে হলে গিয়ে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়ে উজ্জ্বল কুমার বলেন, ‘আগামী বছরের মার্চে চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। আশাকরি ভিন্ন ধরনের একটি চলচ্চিত্র দর্শকদের উপহার দিতে যাচ্ছি। মুক্তিযুদ্ধের অনেক না বলা অধ্যায় উঠে আসবে সিনেমাটিতে।’

২০২০-২১ অর্থ বছরে অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন হামিদুর রহমান, জাহিদ হোসেন শোভন, আমিনুর রহমান মুকুল, কাজী রাজু, মাসুম বাশার, ফারজানা ছবি, আশরাফুল আশীষ প্রমুখ। 

চলচ্চিত্রটিতে চিত্রগ্রহণ করেছেন আহমেদ হিমু, সম্পাদনা, শব্দ ও রঙ বিন্যাসে সুজন মাহমুদ। আবহ সংগীত করেছেন এবাদুল হক সৈকত।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি