ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রোকেয়া-ইভাকে নয়, মেহনাজকে বিয়ে করলেন কাবিলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৪, ১৭ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

জনপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের অভিনেতা জিয়াউল হক পলাশ (নাটকের চরিত্রে তিনি কাবিলা নামে পরিচিত) কিছুদিন আগে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে আলোচিত চরিত্র রোকেয়া কিংবা ইভাকে নয়, বাস্তব জীবনে তিনি বিয়ে করেছেন নাফিসা রুম্মান মেহনাজকে।

জানা গেছে, পলাশের স্ত্রীর নাম নাফিসা রুম্মান মেহনাজ। তিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন অনুষদে স্নাতক সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করছেন। পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন তিনি। মেহনাজ পলাশের দূরসম্পর্কের আত্মীয় ছিলেন।

বিয়ের প্রসঙ্গে পলাশ জানান, বাবা মায়ের পছন্দকে প্রাধান্য দিয়ে বিয়ে করেছেন তিনি। বলেন, “আলহামদুলিল্লাহ্, দাম্পত্যজীবনে আমরা ভীষণ সুখে আছি। সবার কাছে দোয়া চাই, জীবনের বাকিটা সময় যেন পরষ্পরের অপরিহার্য হয়ে একসঙ্গে থাকতে পারি।”

আগামী ফেব্রুয়ারিতে বড় পরিসরে বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা আছে তাঁদের।

পরিচালক কাজল আরেফিন অমির সহকারী থেকে অভিনয়ে আসেন পলাশ। জনপ্রিয় এই নির্মাতার সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ এর কাবিলা চরিত্র পলাশকে তারকাখ্যাতি এনে দিয়েছে। অভিনয়ের পাশাপাশি পলাশ নির্মাণেও মনোযোগী।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি