ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত, সম্পাদক শাহীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫, ৩১ ডিসেম্বর ২০২২

চলচ্চিত্র পরিচালক সমিতি নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী হায়াত। অপরদিকে মহাসচিব হয়েছেন শাহীন সুমন। রাত ১২টা ২০ মিনিটে ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আবদুল লতিফ বাচ্চু। 

এর আগে শুক্রবার দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৩-২৪ মেয়াদের এই নির্বাচনে তারা একই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে মুশফিকুর রহমান গুলজারকে মাত্র ৭ ভোটে হারিয়েছেন নির্মাতা কাজী হায়াৎ।

এছাড়া ছটকু আহমেদ (সহসভাপতি), কবিরুল ইসলাম রানা (উপ মহাসচিব), সেলিম আজম (কোষাধ্যক্ষ), শাহীন কবির টুটুল (সাংগঠনিক সচিব), নূর মোহাম্মদ মনি (তথ্য প্রযুক্তি সচিব), আব্দুর রহিম বাবু (সাংস্কৃতিক ও ক্রিয়া সচিব), ওয়াজেদ আলী বাবলু (প্রচার প্রকাশনা ও দপ্তর)। 

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- মোস্তাফিজুর রহমান মানিক, মারিয়া আফরিন তুষার, হাবিবুর রহমান হাবিব, এসডি রুবেল, বজলুর রাশেদ, পল্লী মালেক, ইফতেখার জাহান, শাহাদাৎ হোসেন লিটন, সোহানুর রহমান সোহান। 

পরিচালক সমিতির এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৬৮ জন। তাদের মধ্যে ভোট প্রদান করেন ৩০২ জন পরিচালক। 

পরিচালক সমিতির নির্বাচনে আরও দুজন নির্বাচন কমিশন সদস্য ছিলেন সামসুল আলম ও বি.এইচ নিশান।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি