ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সন্তানের টানে এক হলেন রাজ-পরীমনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৩, ৬ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি ও তার স্বামী শরিফুল রাজের ঘর ভাঙার খবর নিয়ে কয়েকদিন ধরেই গরম রয়েছে মিডিয়া পাড়া। এরই মধ্যে খবর এসেছে দুই তারকা আবারও এক ছাদের নিচে বসবাস শুরু করেছেন। রাজের ঘরে ফিরে গেছেন পরী। কিন্তু কিভাবে সম্ভব! যেভাবে দু’জন বিচ্ছেদের সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এনেছিলেন তাতে আবারও মিলে যাওয়াটা সবাইকে চমকে দিয়েছে। কিন্তু সেটাই হয়েছে, আর এর মধ্যে যোগসূত্র হিসেবে কাজ করেছে একমাত্র সন্তান রাজ্য।

পরিষ্কার করে না বললেও দুজনের এক হওয়ার প্রধান কারণ যে তাদের ছেলে তা তাদের কথাতেই বোঝা গেছে। রাজ্যই বাবা-মায়ের আলগা বাধন আবারও শক্ত করেছেন।

পরীমনি সংবাদমাধ্যমকে বলেন, “আমরা একসঙ্গে আছি। তিন দিন ধরে আবারও একই ছাদের নিচে আছি। সবাই ভালোবাসায় রাখবেন। আমি মা হয়েছি, রাজ্যর জন্য সুন্দরভাবে বেঁচে থাকতে চাই। রাজ্য এখন সব কিছু। এখন এটুকুই বলব।”

শরিফুল রাজ বলেন, “আমাদের সন্তান রাজ্য আমার বেঁচে থাকার নিঃশ্বাস। তাকে প্রতিদিন জড়িয়ে না ধরলে ভালো লাগে না। তাকে ঘিরেই বেঁচে আছি। যেখানেই থাকি তার টানেই ফিরতে হবে আমাকে।”

গত ৩০ ডিসেম্বর পরীমনি বিচ্ছেদের ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট লিখে রাজের বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন। তারপরে জানুয়ারি মাসের প্রথম দিন ভোর ৫টার দিকে নিজের ফেসবুকে এক পোস্টে বিছানা-বালিশে রক্তের দাগ লেগে থাকা দুটি ছবি পোস্ট করে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সংবাদ সম্মেলনের কথা বলেছিলেন। যদিও তিনি সংবাদ সম্মেলন করেননি। ফেসবুকে বিচ্ছেদের সিদ্ধান্তের কারণ জানিয়েছিলেন পরীমনি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি