ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দ্বিতীয় দিনে নিম্নমুখী ব্যবসা, কত আয় করল অজয়ের `ভোলা`?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৫, ১ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

লোকেশ কনগরাজের লেখা ও পরিচালিত তামিল হিট ছবি 'কৈথি'র হিন্দি রিমেক 'ভোলা'। হিন্দি ছবির পরিচালক অজয় স্বয়ং। টাবু, দীপক ডোব্রিয়াল, সঞ্জয় মিশ্র, বিনীত কুমার, গজরাজ রাও অভিনীত এই ছবি। দ্বিতীয় দিনেই নাকি নিম্নমুখী ব্যবসা, কত আয় করল অজয় দেবগণের 'ভোলা'?

মুক্তি পেয়েছে অজয় দেবগণ পরিচালিত মাল্টিস্টারার ছবি 'ভোলা'। প্রথম দিনে বেশ ভালই ব্যবসা করে 'অ্যাকশন-অ্যাডভেঞ্চার' ঘরানার এই ছবি। দ্বিতীয় দিন, অর্থাৎ শুক্রবার কীরকম ব্যবসা করল এই ছবি? 

প্রথম দুই দিনে 'ভোলা'র বক্স অফিস কালেকশন কত?

প্রথম দিনেই ১১.২০ কোটি টাকার ব্যবসা করে অজয় দেবগণ পরিচালিত এই ছবি। তবে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে টিকিট বিক্রির পরিমাণ কমেছে। প্রথম দিনে ডবল ডিজিটে আয়ের পর দ্বিতীয় দিনে এই ছবি ৭.৪০ কোটি টাকার ব্যবসা করেছে। শনিবারও যদি প্রথম দিনের মতো ব্যবসা করতে পারে এই ছবি তবে গোটা সপ্তাহের শেষে ভাল আয় হবে। 

শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির আয়ের খতিয়ান দিলেন ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। তিনি লেখেন, 'ভোলা দ্বিতীয় দিনে খানিক পিছলে গেল... বৃহস্পতিবার ছুটির দিন ছিল, অন্যদিকে শুক্রবার ছিল ওয়ার্কিং ডে... বৃহস্পতিবার ১১.২০ কোটি টাকা, শুক্রবার ৭.৪০ কোটি টাকা, মোট ১৮.৬০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।' তিনি একইসঙ্গে লেখেন, 'শনিবার ও রবিবার ভোলার হারানো জমি পুনরুদ্ধার করতে হবে...

সূত্র: এবিপি আনন্দ

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি