ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

আতিউর রহমান’র কথায় ‘অচেনা মন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৬, ১৯ এপ্রিল ২০২৩

‘মন ঘিরে আজ তোর চেনা ডাক/ বেসামাল এই ঘুম পোড়া রাত ...’ আতিউর রহমান’র কথায় মুক্তি পেলো নতুন গান ‘অচেনা মন’। খুব রোম্যান্টিক এবং কাব্যিক কথায় গজলের আঙ্গিকে করা এই ধরনের বাংলা গান কমই শোনা যায়। 

অয়ন কুমার নাথের সুরে এবং টুনাই দেবাশীষ গাঙ্গুলীর সঙ্গীত আয়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন মনোময় ভট্টাচার্য। মিউজিকে ছিলেন রাজা চৌধুরী, বুবাই নন্দী, দীপক ভট্টাচার্য, এবং টুনাই নিজে। কাস্টিংএ সায়ন সরকার ও সুব্রতা দত্ত এবং মেকআপে কস্তূরী রায়। সম্পাদনা করেছেন নীলার্ঘ ব্যানার্জী।

গানটি তৈরি করার ব্যাপারে গীতিকার আতিউর রহমান বলেন, ‘আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে। তবে বাংলা গান মনে প্রাণে ভালোবাসি বলেই শত প্রতিকূলতার মাঝেও চেষ্টা করে যাচ্ছি। অসংখ্য গানের মিছিলে ভালো গান শ্রোতাদের কাছে পৌঁছে দেয়া সহজ নয়। তবে শ্রোতাদের সহযোগিতা এবং ভালোবাসা পেলে আমাদের সব প্রচেষ্টা কিছুটা সহজতর হবে। এই বিশ্বাসেই কাজ করে যাচ্ছি।’
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি