ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪

ঈদে আসছে রাশিদুল হাসান-বাঁধনের গান ‘জানো না তুমি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৯, ১৩ জুন ২০২৪

ঈদ উপলক্ষে আসছে নতুন গান ‘জানো না তুমি’। গানটিতে কণ্ঠ দিয়েছেন রাশিদুল হাসান ও বাঁধন। গানের কথা লিখেছেন শিল্পী নিজেই, সুর ও সংগীতায়োজন করেছেন জি এম রহমান রনি। 

গানটি রাশিদুল হাসানের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হবে। 

নতুন এ গান প্রসঙ্গে রাশিদুল হাসান বলেন, রোমান্টিক কথামালার গান। জিএম রহমান রনি দারুন সুর করেছেন। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে ‘জানো না তুমি’।

সুরকার জিএম রহমান রনি বলেন, চমৎকার কথার গানটিকে চেষ্টা করেছি রোনান্টিক একটি সুর করার। গানটি ভালো লাগবে সবার।

উল্লেখ্য, রাশিদুল হাসান নিয়মিত নিজের ইউটিউব চ্যানেল থেকে গান প্রকাশ করছেন। তার প্রকাশিত গানের সংখ্যা তিরিশ ছাড়িয়ে। আল্লাদী, যাবজ্জীবন দুঃখ, কলিজাতে টান লাগে, তোমার প্রেম আগুনে লাভ মানে ভালোবাসা, থাকলে দূরে মনটা পোড়ে অচিনপুর, বুঝলি না রে মন, ভালোবাসার মানে এক জীবনে, আকাশে মেঘ জমেছে প্রমুখ গান শ্রোতারা পছন্দ করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি