ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪

বাবা দিবসে একুশে টেলিভিশনে তারুণ্য হীরার গান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৭, ১৫ জুন ২০২৪

বাবা-শব্দটির সাথে জড়িয়ে আছে আবেগ, শ্রদ্ধা এবং ভালবাসা। বাবা ভরসার অনন্য এক আশ্রয়স্থল। বাবার প্রতি ভালবাসা থেকে পৃথিবীতে অনেক বিখ্যাত শিল্পীই উপহার দিয়েছেন অসাধারণ সব গান, নাটক, চলচ্চিত্র। বাবাকে নিয়ে জনপ্রিয় সব গান করেছেন বাংলাদেশেরও বহু তারকাশিল্পীরা। এবার সেই ধারাবাহিকতায় গীতিকার শরিফ প্রবাহ’র সাথে যুগ্মভাবে লেখা এবং সুর নিয়ে নতুন প্রজন্মের শিল্পী তারুণ্য হীরা করেছেন তার নতুন মৌলিক গান।

বাবা দিবসে (১৬ জুন) এই গানটি প্রচারিত হচ্ছে একুশে টেলিভিশনে। 'বাবা' শিরোনামের এই গানটির প্রযোজনা এবং পরিচালনা করেছেন শিল্পী নিজেই। সিনেম্যাটোগ্রাফিতে ছিলেন ফাহাদ আর.খান। প্রচলিত অভিনয়শিল্পীদের বদলে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার ৪ জন বাবা এবং সন্তানের সম্পর্ক ঘিরে আবর্তিত হয়েছে মিউজিক ভিডিওর গল্প। তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন ছিলেন সুরকার এবং সঙ্গীত পরিচালক রাজন সাহা।

মিউজিক ভিডিওতে অভিনয় প্রসঙ্গে তিনি নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, এর আগেও কয়েকবার ক্যামেরার সামনে কাজের প্রস্তাব পেলেও তা করা হয়ে ওঠেনি, তবে এবার তারুণ্য হীরার প্রতি ভালবাসা থেকেই নিজের মেয়েকে নিয়ে এখানে আমার উপস্থিতি। ও ভাল কিছুই করবে এই বিশ্বাস আমার আছে। অন্যদিকে, বাংলাভাষী প্রোগ্রামারদের জনপ্রিয় প্ল্যাটফর্ম লার্ন উইথ সুমিত এর কর্ণধার এবং অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেড এর সহ-প্রতিষ্ঠাতা সুমিত সাহা বলেন, ইউটিউব ভিডিও বানানোর জন্য ক্যামেরার সামনে অভিজ্ঞতা থাকা স্বত্বেও এখানে আমার জন্য একটি লার্নিং ছিল। আমি শুধু আমার সন্তানকে সাথে নিয়ে ভুলে গিয়েছিলাম যে সামনে ক্যামেরা আছে, সেই ন্যাচারাল মুহুর্তের ছবি দুর্দান্তভাবে নিয়েছেন ফাহাদ ভাই। আর এই পুরো বিষয়টিকে হীরা ভাই যেভাবে এক্সিকিউট করেছেন, মিউজিক ভিডিওটি দেখার পর আমি আসলে চোখের জল আটকাতে পারিনি।

আমার মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটি সন্তান, প্রত্যেকটি মা এবং বাবার চোখেও জল আনতে বাধ্য করবে এই গানটি। হৃদয় স্পর্শ করে যাওয়ার মত অসাধারণ একটি সৃষ্টি। আমি আসলেই খুবই কৃতজ্ঞ এরকম অসাধারণ একটি অভিজ্ঞতা আমাকে দেয়ার জন্য। মিউজিক ভিডিওতে তারুণ্য ব্যান্ডের সদস্য ম্যাক সজিব, ওয়ার্দা তুন চৌধুরী এবং কেএম আসিফ এর সাথে অংশ নিয়েছেন মোঃ শহীদুল ইসলাম এবং লিটন। পাশাপাশি শিশুশিল্পী হিসেবে দেখা যাবে কৃতজ্ঞতা সাহা, পৃথিলা সাহা আরিয়া, মাহতাব শাহরিয়ার এবং রোহান’কে।

নিজের গান সম্পর্কে তারুণ্য হীরা তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, রেকর্ডিং থেকে শুরু করে ভিডিও নির্মানের বিভিন্ন সময়েই কয়েকবার নিজের প্রয়াত বাবার কথা মনে পড়ে আবেগতাড়িত হয়ে যাওয়ায় কাজ থেকে বিরতি নিতে হয়েছিল। আশাকরি আমার শ্রোতারাও প্রত্যেকেই নিজেদের বাবা এবং সন্তানের সম্পর্কের সেই মায়াময় আবেগটি অনুভব করতে পারবেন গানটির মাধ্যমে। বাবা দিবসে জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টেলিভিশনের বিশেষ সম্প্রচারের পাশাপাশি Ekushey Television – ETV এবং Tarunyo Hira অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও দর্শক-শ্রোতারা গানটি উপভোগ করতে পারবেন।

কেআই //


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি