ঢাকা, শনিবার   ২৯ জুন ২০২৪

বৈষ্টমী রকফেস্টে এবার আর্ক, হাইওয়ে ও আলোচিত কে এইচ এন  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪২, ২৫ জুন ২০২৪

বৈষ্টমী রকফেস্ট ২০২৪ এর দ্বিতীয় কনসার্টে এবার ব্যান্ড সঙ্গীতের লেজেন্ড হাসান নেতৃত্বাধীন আর্ক, দেশের এই প্রজন্মের অতি পছন্দের ব্যান্ডদল হাইওয়ে এবং বাংলাদেশের  রক, হার্ডরক ও থ্রাসমেটাল গানের গায়ক আলোচিত কে এইচ এন ও তাঁর রক উইং অংশ নেবে। 

২৮ জুন শুক্রবার বনানীস্থ হোটেল শেরাটন ঢাকায় বিকেল ৪টা থেকে এই আয়োজন চলবে।  চলচ্চিত্র, প্রামাণ্য চলচ্চিত্র ও সঙ্গীত প্রযোজনা সংস্থা বৈষ্টমীর উদ্যোগে এই কনসার্টের ইভেন্ট পার্টনার হিসাবে যথারীতি ইস্টিশন কমিউনিকেশন ও টিকেট টুমরো থাকছে। গেল ২ মে বৈষ্টমীর পক্ষ থেকে রকফেস্ট ২০২৪ এর ঘোষণা রাখা হয়েছিল। সেই ধারাবাহিকতায় গেল মাসের ২৯ মে রাজধানীর মুক্তিযুদ্ধ যাদুঘর মিলনায়তনে প্রথম কনসার্ট-টি অনুষ্ঠিত হয়। 

এদিকে আয়োজন সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে যে, এই তারিখেও তাঁরা দেশের কৃতি মিউজিশিয়ানদের মধ্যে কাউকে কাউকে অনুপ্রেরণা ও কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক তুলে দিবে। উল্লেখ্য, ওয়ারফেজের সাবেক ভোক্যাল মিজানকে বৈষ্টমীর পক্ষ থেকে রকফেস্ট ২০২৪ এর প্রথম দিনে সম্মাননা প্রদান করা হয়। 

বৈষ্টমী রকফেস্ট ২০২৪ এর এবারের কনসার্টে বিকেল ৪টায় পারফর্ম করবে তারুণ্যের সংগীতময় উন্মাদনার ধারক লেখক ও গায়ক ইথার হাসানের হাইওয়ে। যাদের শ্রোতাপ্রিয় বেশ কিছু গান উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করবে বলে মত বৈষ্টমী সি ই ও আয়শা এরিনের। 

এরিন পুনরায় বললেন, "এই বছর মোট ৮টা কনসার্ট করা হচ্ছে। দেশের শীর্ষস্থানীয় ও জনপ্রিয় ব্যান্ডদলগুলোকে পর্যায়ক্রমে পারফর্ম করতে দেখা যাবে। চুক্তি মোতাবেক ৮টি কনসার্টেই গায়ক কে এইচ এন ও তাঁর রক উইং অংশ নেবে।" 

এদিকে আলোচিত হার্ডরকার কে এইচ এন এবারের কনসার্টে হাইওয়ে ব্যান্ডদলের পারফর্ম করার পরেই মঞ্চে উঠবে বলে ধারণা করা হচ্ছে। তিনি তাঁর গাওয়া সেরা ১২টি গান পারফর্ম করবে বলে সূত্র দাবী করছে। এরপরই ব্যান্ড সঙ্গীতের অন্যতম লেজেন্ড হাসান আসবেন তাঁর আর্ক ব্যান্ডদল নিয়ে। 

আয়োজন সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, কনসার্ট-টি জমবে। ব্যতিক্রমি গায়কীর সেই হাসানের বহুল জনপ্রিয় গানগুলোর সাথে প্রজন্মের পছন্দের ইথারের গান এবং গায়কী সামর্থ্যের প্রশ্নে অসাধারণ উচ্চতার  কেএইচ এন এর ভরাট কন্ঠে উপস্থিত হওয়া শ্রোতারা উপভোগ করবেন বলে অনুমিত হয়। 

এবারের কনসার্টে ইভেন্ট পার্টনার  টিকেট টুমরোর উদ্যোগে সীমিত সংখ্যক টিকিট থাকছে। মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা। বৈষ্টমী স্পষ্ট করে বলছে, শিল্পী কে এইচ এন আমাদের শো-গুলোয় উপস্থিত থাকলে ১০০০ টাকার নীচে কখনই টিকিটের মূল্য নির্ধারণ করা হবে না। 

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করে বৈষ্টমী প্রশংসা কুড়িয়েছিল। এ বছর তাঁদের দুইটি চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে। লিলিথ ও শিল্পীসত্তা। এছাড়াও বাণিজ্যিক ধারার চলচ্চিত্র মোহিনীর শ্যুটিং শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে।

অন্যদিকে শোকাবহ আগস্টে রকফেস্টের চলমান কনসার্ট অনুষ্ঠিত হবে না। ২৬ জুলাই তৃতীয় কনসার্ট হবে বলে জানিয়েছেন বৈষ্টমী কর্ণধার আয়শা এরিন। সেপ্টেম্বরে দুইটা কনসার্ট এর আয়োজন করা হবে। ৮টি কনসার্টের শেষটি ডিসেম্বর মাসে করা হবে। 

এরিন জানিয়েছেন যে, "আসছে বছরের শুরুতেই দেশের প্রায় শতাধিক নতুন ব্যান্ডগুলোকে নিয়ে তিনদিনব্যাপী উৎসব করা হবে। শ্রেষ্ঠ ১০টি ব্যান্ড বাছাই করে তাঁদের পাশে সার্বিকভাবে থাকার ইচ্ছে রয়েছে।"

বলাবাহুল্য, এশিয়া প্যাসিফিক ও ইউরোপে কনসার্টের আয়োজনে যাবে বৈষ্টমী। বাংলাদেশকে ভিনদেশী শ্রোতা ও মিউজিশিয়ানদের সামনে তুলে ধরতে বদ্ধ পরিকর বৈষ্টমী। বললেন, আয়শা এরিন।

শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া এবারের কনসার্টের প্রতিপাদ্য হল, "এই গ্রহে মানুষের গান ও তোমার জীবন।"

কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি