ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

হাসিনাকে মা সম্বোধনে লেখা অভিনেতা জয়ের চিঠি ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৫, ১৩ সেপ্টেম্বর ২০২৪

ছোট ও বড় পর্দার অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয় বরাবরই আলোচনায় থেকেছেন টিভি শো সঞ্চালনা করে। আর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তার নির্লিপ্ত অবস্থানের কারণে শিকার হয়েছেন ব্যাপক সমালোচনার। পরবর্তীতে তিনি ক্ষমা চাইলেও খুব একটা লাভ হয়নি। এবারে আবারও সমালোচনার মুখে জয়। সম্প্রতি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা জয়ের একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে শেখ হাসিনাকে মা সম্বোধনে পূর্বাচলের প্লট চেয়েছেন তিনি। 

চিঠিটি ২০১৪ সালের ফেব্রুয়ারিতে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে লেখা হয়, যেখানে জয় তৎকালীন প্রধানমন্ত্রীকে ‘উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী’ ও ‘আদর্শ মা’ হিসেবে উল্লেখ করেন এবং এক খণ্ড জমি পাওয়ার আশা প্রকাশ করেন। 

এই চিঠি প্রকাশিত হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অনেকে তাকে ‘তেলবাজ’ ও ‘দালাল’ বলে আক্রমণ করেছেন।

চিঠিটি শেয়ার দিয়ে শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য চলছে ফেসবুকে। অনেকে বিষয়টি নিয়ে বেশ মজাও করছেন নেটদুনিয়ায়।

পূর্বাচলে প্লট বরাদ্দ চেয়ে কী লেখা রয়েছে জয়ের সেই চিঠিতে?

শুরুতেই শেখ হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রী, উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা’ সম্বোধন করেছেন শাহরিয়ার নাজিম জয়।

এরপর তিনি লিখছেন, ‘আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহরিয়ার নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি। আমি জয়, বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক (টিভি ও চলচ্চিত্র)। আপনার দোয়ায় গত ১৭ বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি টিভি পর্দায় এবং সুস্থ চলচ্চিত্রে। ’

শেখ হাসিনার রাজনীতির প্রশংসা জানিয়ে জয় লেখেন, ‘আপনি অত্যন্ত দরদি এবং বাংলার মানুষের বিপদের বন্ধু। শুধু তাই নয়, গত নির্বাচনকালীন সময়ে আপনি যে বলিষ্ঠ সাহসী এবং জ্ঞানদীপ্ত আদর্শের উপর বলীয়ান ছিলেন, তা আমাদের মতো মানুষকে আজীবন আপনার নেতৃত্বকে স্যালুট জানানোর অঙ্গীকার করিয়েছে। ’

আবেদনের তৃতীয় প্যারায় তিনি নিজের চাওয়া স্পষ্ট করেন। তিনি লেখেন, ‘মা, আপনার নিকট একজন শিল্পীর আবেদন, আমার সমসাময়িক সকল শিল্পীই পূর্বাচলে ১০ কাঠা, ৫ কাঠার প্লট পেয়েছে। আমি দেশের বাইরে শুটিংয়ে থাকার জন্য অ্যাপ্লাই করতেই পারিনি। পরবর্তীতে ঝিলমিলে অ্যাপ্লাই করলে লটারিতে তা পাইনি। ’

আবেদনপত্রটি তিনি শেষ করেছেন পূর্বাচলে একটি প্লটের জোরালো দাবি জানিয়ে। তিনি লেখেন, ‘মা, পূর্বাচলে একটা জমি আমার স্বপ্ন- আমার সন্তানের ভবিষ্যৎ। আমি আপনার কাছে আবদার করলাম, আপনি আপনার এই সন্তানের আবদার ফেলে দেবেন না আমি জানি (ইনশাআল্লাহ)। ’

ওই আবেদনপত্রে জয়ের ছবির পাশে তৎকালীন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের সিলও রয়েছে। সুপারিশকারী হিসেবে তৎকালীন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের স্বাক্ষরও রয়েছে।

প্লট বরাদ্দের সেই চিঠির বিষয়ে শাহরিয়ার নাজিম জয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।  

উল্লেখ্য, সম্প্রতি বেশ বিপাকে রয়েছেন শাহরিয়ার নাজিম জয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে তাকে হত্যাচেষ্টার অভিযোগে কদিন আগেই জয়সহ ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।  

এরই মধ্যে শেখ হাসিনার স্তুতি গেয়ে জয়ের সেই চিঠি ভাইরাল হলো।

অবশ্য এবারই প্রথম নয়; ২০১৯ সালের মার্চের শেষদিকেও ভাইরাল হয়েছিল সেই চিঠি।  

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি