ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

অপু বিশ্বাস সফল, তবে ব্যর্থ শাকিব খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৯, ৮ অক্টোবর ২০২৪

চলচ্চিত্র নির্মাণে ২০২১-২২ অর্থবছরে প্রযোজক হিসেবে অনুদান পেয়েছিলেন ঢালিউডের দুই তারকা ও সাবেক দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস। জানা গেছে, এর মধ্যেই অনুদানের সিনেমা বানিয়ে মুক্তিও দিয়েছেন অপু বিশ্বাস। তবে অপু কাজটি শেষ করতে পারলেও, নির্ধারিত সময়ে সিনেমা নির্মাণ করতে ব্যর্থ হয়েছেন শাকিব। নির্মাণ তো দূরের কথা, এখনও সিনেমা সম্পর্কিত কোনো কাজই শুরু করতে পারেননি তিনি।

গত ঈদুল আজহায় সরকারি অনুদানপ্রাপ্ত ও অপু অভিনীত-প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’ মুক্তি পায়। বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের গল্পে নির্মিত সিনেমাটি বানিয়েছেন বন্ধন বিশ্বাস। সিনেমায় অপুর সঙ্গে জুটি বেঁধেছেন সাইমন সাদিক। এ ছাড়া এতে আরও অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, আজম খান প্রমুখ।

অন্যদিকে গত তিন বছরে সিনেমা বানানোর কোনো প্রস্তুতিই ছিল না শাকিবের। নিয়ম অনুযায়ী অনুদানের চেক পাওয়ার নয় মাসের মধ্যে সিনেমা নির্মাণ করে তথ্য মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা। তবে চলচ্চিত্র নির্মাণে দেরি হলে যুক্তিসংগত কারণ দেখিয়ে আবেদন করে সময়ও বাড়িয়ে নেওয়া যায়। কিন্তু সে রকম কোনো আবেদন শাকিব করেছেন বলে জানা যায়নি।

এ প্রসঙ্গে শাকিবের ওই সিনেমার পরিচালক হিমেল আশরাফ জানান, তার অনুদান পাওয়া ‘মায়া’ সিনেমাটি বানাবেন না তিনি। তবে নতুন দুটি চলচ্চিত্রের প্রস্তুতি নিচ্ছেন। যার একটিতে থাকবেন শাকিব।

সরকারি অনুদানের টাকায় ‘মায়া’ সিনেমাটি কি অন্য কোনো নির্মাতাকে দিয়ে করাবেন কী না? সে রকম কোনো তথ্যও এখন পর্যন্ত শাকিবের পক্ষ থেকে জানানো হয়নি। তবে চিত্রনায়কের বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে, ‘মায়া’ সিনেমার জন্য পরিচালক খুঁজছেন শাকিব। নতুন নির্মাতা পেলে শিগগিরই কাজ শেষ করবেন সিনেমার। এক্ষেত্রে আপাতত ‘মায়া’সিনেমা নির্মাণের জন্য শাকিবের পছন্দের পরিচালকদের তালিকায় রয়েছেন অনন্য মামুন ও রায়হান রাফী।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি