ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

‘স্বামী হিসেবে শাহরুখ অনন্য’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২, ১০ অক্টোবর ২০২৪

দীর্ঘ সময় ধরেই বলিউডে নিজের বাদশাহী রাজ্যত্ব কায়েম রেখেছেন শাহরুখ খান। খ্যাতির তালিকায় বলিউডে তার ধারে কাছে কেউ নেই। নিজের অভিনয় দক্ষতা, ব্যবহার সবকিছুতেই রয়েছেন শীর্ষে। দাম্পত্য জীবনেও দারুণ সফল এই অভিনেতা। বলিউড ইন্ডাস্ট্রিতে তারকাদের বিবাহবিচ্ছেদ যেখানে স্বাভাবিক বিষয়ে রূপ নিয়েছে। সেখানে নিজেদের বৈবাহিক সম্পর্ককে অক্ষত রেখেছেন শাহরুখ ও গৌরী।

একে-অপরকে মন দিয়েছিলেন বহু বছর আগে। তবে বিয়ের সিদ্ধান্ত নিতে খুব বেশি দেরি করেননি তারা। কিছুদিনের মধ্যেই লুকিয়ে বিয়ে করেছিলেন এই জুটি। রাজকীয় আয়োজন ছিল না, আইনি মতে সংসার পাতেন গৌরী-শাহরুখ। পরবর্তীতে অনুষ্ঠান হয়।

সেই থেকে শুরু পথচলা। শাহরুখের তখন মাথার ওপর ছাদও ছিল না। তিলে তিলে নিজেদের সংসার গুছিয়ে নিয়ে ছিলেন এই দম্পতি। আজও তারা একসঙ্গেই সংসার করছেন। তবে তাদের এই সম্পর্কে কম ঝড় ওঠেনি। তবুও কখনও অন্দরমহলের ভিতরের খবর সামনে আসতে দেননি তারা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি করণ জোহরের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন গৌরী খান। সেখানেই গৌরী শাহরুখকে নিয়ে মুখ খুললেন। সে সময় করণ জোহর প্রশ্ন করেছিলেন, ‘স্বামী হিসেবে শাহরুখ কেমন?’

এর জবাবে গৌরী বলেছিলেন, ‘শাহরুখ খান ভীষণ সহজ মানুষ। শাহরুখ খানকে যা দেওয়া হয় তিনি তাই খেয়ে নেন। নুন ছাড়া রান্না হলেও চলে। কিং খানের এটাই যে একমাত্র সুঅভ্যাস এমন নয়, তিনি যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারেন। সকলের সঙ্গে সহজে মিশে যেতে পারেন। ‘আমি শাহরুখ’, সেই দম্ভটা ওর নেই’।

গৌরী জানান, শাহরুখকে নিয়ে খুব একটা ভাবতেই হয়নি তাকে। যার ফলে শাহরুখের সঙ্গে তার সংসার করাটা কখনই চ্যালেঞ্জের ছিল না। গৌরী খান সেই তকমাটা কিং খানকে দিলেন। যেখানে গিয়ে শাহরুখকে নিয়ে ধৈর্য হারানো তো দূরের কথা, বরং তিনি শাহরুখকে নিয়ে একপ্রকার গর্ব করলেন। তিনি যা করে দেন, তাই খান, যেভাবে চালান, কিং সেভাবেই চলেন।

প্রসঙ্গত, রোম্যান্সের কিং একাধিকবার একটা প্রশ্নের মুখোমুখি হন, এত নারীর মনে বছরের পর বছর ধরে তিনি কীভাবে রাজত্ব করছেন? উত্তরে শাহরুখ খান জানিয়েছিলেন, মহিলাদের সম্মান করাই হচ্ছে একমাত্র টিপস। তারা কেবল ওটুকু পেলেই খুশি, এমনও দাবি করেন কিং খান।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি